নির্বাচনের আগে আরএসপির গড়ে ভাঙন ধরিয়ে আলিপুরদুয়ার ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে দলে টানল তৃণমূল।
রবিবার রাতে এই দলবদল হয় পাটকাপাড়া এলাকায়। দুই পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় হাজার খানেক আর এস পি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই দলবদল নিয়ে এসপির কাছে আলিপুরদুয়ার থানার আইসির বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন আর এস পি নেতা নির্মল দাস। পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “নির্মল দাস ফোনে অভিযোগ জানিয়েছেন, আর এস পি নেতা লক্ষী রাভা সহ একাধিক কর্মী সমর্থকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। ঘটনায় আলিপুরদুয়ার থানার আইসির যোগ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” এই বিষয় আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিষ চক্রবর্তী অবশ্য কোন মন্তব্য করতে চাননি।
পুরো অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন, সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া লক্ষীরাভা বলেন, “ভয় দেখানোর কোন বিষয় নেই। আমি ও কৃষি কর্মাধ্যক্ষ আলপনা রায় দাস-সহ প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছি। বাম- কংগ্রেস জোট হওয়ায় আমি দল ছেড়েছি। কেউ ভয় দেখায়নি।”
তৃণমূলের প্রার্থী সৌরভ চক্রবর্তী বলেন, “একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে ওই এলাকায়। আমরা সবার সঙ্গে আলোচনা করেই কাজ করেছি। লক্ষী বাবুরা উন্নয়নে সমিল হতে আমাদের সঙ্গে এসেছেন। তপসিখাতা গ্রামপঞ্চায়েত ও পাটাকাপাড়া এলাকা আরএসপির গড় ছিল। তা এখন আমাদের দলে এল।”
আরএসপির প্রার্থী নির্মল দাস বলেন, “বামফ্রন্ট গত ভাবে আমারা মাস তিনেক আগে এসপির কাছে অভিযোগ জানিয়েছিলাম থানার আইসির নেতৃত্ব লক্ষীরাভাকে ভয় দেখানো হচ্ছে। সেই ঘটনা সত্যি হল। পুলিশ সুপারকে ফের জানিয়েছি।”