Udayan Guha

‘বাড়ি থেকে বার করে পেটানো হবে’, বিজেপিকে ‘হুমকি’ উদয়নের, তৃণমূল বলছে, পরিস্থিতিই তেমন!

তৃণমূলের মিছিল শেষে উদয়ন গুহ দাবি করেন, বিজেপির সন্ত্রাসের ভয়ে তৃণমূলের লোকজন মিছিলে আসছেন না। আর মিছিলে হাঁটার জন্য তৃণমূল কর্মীদের উপর আক্রমণ হতে পারে বলে মন্তব্য করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৬:২৫
Share:

উদয়ন গুহ। —ফাইল চিত্র।

বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশে আবার উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। এ বার উদয়নের হুঁশিয়ারি, ‘‘যারা তৃণমূল কর্মীদের গায়ে হাত দেবে, তাদের বাড়ি থেকে বার করে পেটানো হবে।’’— মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। তবে তৃণমূলের দাবি, যে ভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ‘রাজনৈতিক সন্ত্রাস’ শুরু করেছে বিজেপি, সেখান থেকেই এমন মন্তব্য করেছেন উদয়ন। যদিও প্রকাশ্যে উদয়নের এমন মন্তব্য সমীচীন নয় বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

সম্প্রতি ভেটাগুড়িতে ১০০ দিনের কাজের ‘বকেয়া’র দাবিতে একটি মিছিল করে তৃণমূল। কিন্তু ওই মিছিলে যে সব তৃণমূল কর্মী ছিলেন, তাঁদের অধিকাংশের বাড়ি অন্যত্র। মিছিল শেষে উদয়ন দাবি করেন, বিজেপির সন্ত্রাসের ভয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূলের লোকজন মিছিলে আসছেন না। রাজ্যের মন্ত্রীর দাবি, ‘‘ভেটাগুড়ি এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আতঙ্কে তৃণমূল কর্মীরাই নয়, সাধারণ মানুষও ঘর থেকে বেরোনোর সাহস পান না।’’ তার পরই উদয়ন হুমকি সুরে বলেন, ‘‘আজকের মিছিলে তৃণমূলের যে সমস্ত দলীয় কর্মী হেঁটেছে, তাদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে... যারা দলীয় কর্মীদের গায়ে হাত দেবে, তাদের বাড়ি থেকে বার করে এনে পেটানো হবে।’’

মন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্যের ফলে আইনশৃঙ্খলার অবনতি হয় বলে দাবি করেছে বিরোধীরা। বিজেপির কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘এর আগেও আমরা দেখেছি, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার ফলে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ তৃণমূলের সঙ্গে লোক নেই। মানুষ তৃণমূলের মিছিলে হাঁটতে চাইছেন না।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের উপর অনেক অত্যাচার করেছেন। সেই কারণেই তিনি এত ভয় পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। যে যেই দলই করুক ভারতীয় জনতা পার্টি কাউকে বাধা দেয় না। কোথাও যদি অন্যায় হয় ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করে। তৃণমূল কখনওই বলতে পারবে না বিজেপি তাদের উপর হামলা করেছে।’’

Advertisement

অন্য দিকে, দলের নেতা তথা রাজ্যের মন্ত্রীর এ হেন মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নাম না করে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। আনন্দবাজার অনলাইনকে কুণাল বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রিত্বের সুযোগ নিয়ে বিজেপি ওই এলাকায় সন্ত্রাস করছে। এক জন বর্ষীয়ান নেতা (উদয়ন) এই অভিযোগ করছেন মানে, তা করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়েছে।’’ পর ক্ষণেই কুণালের সংযোজন, ‘‘তবে কিছু কিছু কথা শ্রুতিকটু হয়। সেগুলো এড়িয়ে যাওয়াই শ্রেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement