আত্রেয়ী রক্ষায় আন্দোলন জোরদার হচ্ছে বালুরঘােট। বুধবার পদযাত্রা বেরোলে একাধিক জায়গায় স্বাগত জানান বাসিন্দারা
আত্রেয়ী নদী রক্ষার ডাক দিয়ে অববাহিকা এলাকা ধরে চলছে আঙিনা পরিবেশ রক্ষা সমিতির পদযাত্রা। বুধবার ছিল টানা ছ’দিনের ওই পদযাত্রার দ্বিতীয় দিন। এ দিন পরিবেশপ্রেমীদের দলটি বালুরঘাটের খাসপুর এলাকা থেকে বেলা ১১টা নাগাদ বোল্লা অঞ্চলের বেগুনবাড়ি পৌঁছলে স্থানীয় বাসিন্দারা তাদের সংবর্ধনা জানান। মহিলারা আন্দোলনকারীদের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে, উলুধ্বনি দিয়ে নদী রক্ষায় ওই আন্দোলনকে সমর্থন জানান।
মঙ্গলবার সকালে বালুরঘাটে নদীর উজান পথে খিদিরপুর এলাকার আত্রেয়ী ঘাট থেকে পদযাত্রা শুরু হয়। ওই দিন আত্রেয়ী রক্ষার ওই পদযাত্রা আন্দোলনের সূচনা করেন নদী বিশেষজ্ঞ সুপ্রতীম কর্মকার। তিনি বলেন, ‘‘ভারতবর্ষে নদী রক্ষার আন্দোলনের উদাহরণ রয়েছে। কেরলের পুট্টামপেরুর পম্পা নদী বাঁচাতে গত মার্চে এলাকার বাসিন্দাদের আন্দোলন সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। নদী রক্ষায় এলাকার বুঝানুর গ্রামপঞ্চায়েতের ৭০০ মানুষ টানা ৭০ দিন ধরে নদী সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানেও এই পদযাত্রা নদী বাঁচাতে বাসিন্দাদের সচেতন করবে।’’
এ দিন চড়া রোদ মাথায় নিয়ে দলটি বোল্লা অঞ্চলের বেগুনবাড়ি, বাহিচা হয়ে নদীর উৎসমুখ কুমারগঞ্জের সমজিয়া সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়। পরিবেশ সমিতির সম্পাদক বিশ্বজিত বসাক বলেন, ‘‘বাঁধ দিয়ে জল আটকে আত্রয়ীকে শুকিয়ে যেতে দেওয়া হবে না। বালুরঘাটের দিকে নাব্যতা ফেরাতে ধাপে ধাপে বড় আন্দোলন হবে।’’
বালুরঘাট থেকে কুমারগঞ্জ ১১৬ কিলোমিটার পথ ধরে আঙিনা পরিবেশ সমিতির পদযাত্রা আন্দোলন ইতিমধ্যে বাসিন্দাদের মধ্যে সাড়া ফেলেছে। কুমারগঞ্জ হাইস্কুলে রাত কাটানোর পর বৃহস্পতিবার বিকেলের মধ্যে ফকিরগঞ্জ, কামদেববাটি পর্যন্ত ৫৮ কিলোমিটার পথযাত্রা করবে পরিবেশপ্রেমীরা।