বৈদ্যুতিক বাতি বেহাল, কুমারগঞ্জের ইছামতী সেতুতে আসামাজিক কাজকর্ম

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক ও বালুরঘাট ব্লকের মধ্যে সংযোগ রক্ষা করে ইছামতী সেতু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুমারগঞ্জ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

এই সেতুর লাইট খারাপ নিয়েই ক্ষোভ এলাকাবাসীর মধ্যে। নিজস্ব চিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক ও বালুরঘাট ব্লকের মধ্যে সংযোগ রক্ষা করে ইছামতী সেতু। এই সেতুতেই দীর্ঘদিন ধরে অধিকাংশ বৈদ্যুতিক বাতি বিকল। আর সেই অবস্থাকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে সেতুর উপর অসামাজিক কাজ হচ্ছে বলে অভিযোগ। রাতে মহিলারা এই সেতু দিয়ে নিরাপদে যেতে পারেন না বলে অভিযোগ স্থানীয়দের।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্রিজে আলো না থাকার বিষয়টি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হয়নি। সে জন্যই ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই বিষয়ে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোৎস্না ঘোষ বলেছেন, ‘‘পঞ্চায়েতের নানা সংস্কারের কাজের জন্য অর্থ চেয়ে পাঠানো হয়েছে। টাকা এলেই কাজ শুরু করে দেওয়া হবে।’’ শীঘ্রই ইচ্ছামতী সেতুর বাতিগুলি মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement