Karala River Water

করলার জল স্নানেরও অযোগ্য, রিপোর্ট পর্ষদের

করলা নদীর জলের নমুনা সংগ্রহ করা হয় কিং সাহেবের ঘাট লাগোয়া এলাকা থেকে। কলিফর্মের মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ১,৭০০০ ইউনিট।

Advertisement

অনির্বাণ রায়

জলপাইগুড়ি শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৮:৫৮
Share:

জলপাইগুড়ির করলা নদীর জলেও ‘দূষণ’। ছবি: সন্দীপ পাল।

দূষিত জলপাইগুড়ির করলা নদীও, জানাচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট। গত ১০ মে পরীক্ষা করা করলা নদীর জলের নমুনায় ‘বিওডি’ তথা ‘বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড’ ছিল ২.৫। করলা নদীতে টোটাল কলির্ফম (ব্যাক্টেরিয়া) ছিল অন্তত ১৭,০০০ হাজার ইউনিট। এই দুই সূচক থেকে দূষণের পরিমাপ করা হয়। জল পরীক্ষা করে পাওয়া রিপোর্ট বলছে, করলা নদীতে দূষণের সহনীয় মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রিপোর্টে রয়েছে, করলা নদীর জল পান অস্বাস্থ্যকর তো বটেই, স্নানের পক্ষেও অযোগ্য। যদিও জলপাইগুড়ি শহরে করলা নদী থেকে পানীয় জল সরবরাহ করে না পুরসভা।

Advertisement

পুরসভা পানীয় জলের জন্য সংগ্রহ না করলেও, করলা দু’পারেই স্নান, কাপড় কাচা, ধর্মীয় আচারও হয়। নদীর জল দূষিত হওয়ায়, এই সব কাজকর্ম থেকেও রোগ ছড়ানোর সম্ভাবনা থাকছে।

করলা নদীর জলের নমুনা সংগ্রহ করা হয় কিং সাহেবের ঘাট লাগোয়া এলাকা থেকে। কলিফর্মের মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ১,৭০০০ ইউনিট। কলিফর্মের মাত্রা অতিরিক্ত হওয়ার নজির জলে জৈবিক বিষাক্ত পদার্থ বেশি থাকাকে ইঙ্গিত করে। সম্প্রতি করলা নদী কচুরিপানায় ঢেকে গিয়েছিল। তা নিয়ে প্রকৃতিপ্রেমী সংগঠনগুলির তরফে দাবি ওঠায় পানা পরিষ্কার করা হয়। ফের পানা জমতে শুরু করেছে। জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “করলা নদীর দূষণ ঠেকানো একা পুরসভার পক্ষে সম্ভব নয়। সেচ দফতর, প্রশাসন সবার সমন্বয় চাই। অনুদান পেলে, দূষণ থেকে রক্ষা করার প্রকল্প নেওয়াই যেতে পারে।” করলা নদীর নাব্যতা ফেরাতে সদর প্রশাসনের তরফে সেচ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মহকুমাশাসক (জলপাইগুড়ির সদর) তমোজিৎ চক্রবর্তী প্রস্তাব দিয়েছিলেন যাতে করলা নদী দিয়ে তিস্তার জল বইয়ে দেওয়া যায়। নদীতে জলের পরিমাণ বাড়লে নাব্যতা ফিরবে দূষণও ঠেকানো যাবে বলে দাবি করেছিল প্রশাসন।

Advertisement

যদিও সে প্রস্তাব সম্ভব নয় বলে জানিয়েছে সেচ দফতর। এ দিন সেচ দফতরের মুখ্য বাস্তুকার (উত্তর-পূর্ব) কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, “তিস্তা ব্যারাজ থেকে জল নিয়ে করলায় বইয়ে দেওয়ার একটি ব্যবস্থা রাখা আছে, ব্যারাজ থেকে চ্যানেল রয়েছে, কিন্তু মাঝপথে সেই চ্যানেল বা খাল নেই। কাজেই করলার দিকে জল ছাড়লে, যেখানে খাল নেই সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হবে, তাই এটি সম্ভব নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement