দেড় দিন হাতে, প্রচারের সুর তুঙ্গে

হাতে মাত্র দেড় দিন। আগামী বৃহস্পতিবার দুপুরে শেষ হবে পুরভোটের প্রচার। আজ, বুধবার নেতা-তারকাদের ঢল নামছে শিলিগুড়িতে। এ দিন মঙ্গলবারও পুরভোটের জমজমাট প্রচার দেখল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। টলিউডের পাল্টা বলিউড। রাজ্যের মন্ত্রীর পাল্টা ভিন রাজ্যের মন্ত্রী। কলকাতা ভোটপর্ব মেটার পরেই ডান-বাম সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা উত্তরবঙ্গে রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ০২:৪৩
Share:

হাতে মাত্র দেড় দিন। আগামী বৃহস্পতিবার দুপুরে শেষ হবে পুরভোটের প্রচার। আজ, বুধবার নেতা-তারকাদের ঢল নামছে শিলিগুড়িতে। এ দিন মঙ্গলবারও পুরভোটের জমজমাট প্রচার দেখল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। টলিউডের পাল্টা বলিউড। রাজ্যের মন্ত্রীর পাল্টা ভিন রাজ্যের মন্ত্রী।

Advertisement

কলকাতা ভোটপর্ব মেটার পরেই ডান-বাম সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা উত্তরবঙ্গে রয়েছেন। মঙ্গলবার কোচবিহারে যেন রাজনৈতিক নক্ষত্র সমাবেশ হয়েছিল কোচবিহারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ থেকে শুরু করে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য কোচবিহারের চারটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সভা-রোড শো করেছেন।

শিলিগুড়িতে এ দিন প্রচার করেছেন প্রদেশ কংগ্রেসের আরেক প্রাক্তন সভাপতি মানস ভুঁইয়া। তৃণমূলের হয়ে শিলিগুড়িতে লাগাতার প্রচার চালাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও। আরও বেশ কয়েকজন রাজ্যের মন্ত্রীর পুরভোটের শেষ লগ্নে প্রচারে আসার কথা। রাজ্য বিধানসভায় পরিবতর্নের পরে জোট ভেঙে যাওয়ায় রাজ্য মন্ত্রিসভায় কংগ্রেসের সদস্যও নেই। গত বছরের লোকসভা ভোটেও দিল্লিও হাতছাড়া হয়েছে কংগ্রেসের। তাই, তৃণমূলের মন্ত্রীদের পাল্টা প্রচারে অসমের সেচমন্ত্রী চন্দন সরকারকে নিয়ে এসেছে কংগ্রেস। এ দিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি জলপাইগুড়িতে সভা করেছেন। অসমের সেচমন্ত্রী বাম-বিজেপির থেকে তৃণমূল সরকারকেই আক্রমণের নিশানা করেছেন। তাঁর কথায়, ‘‘উত্তরবঙ্গকে আমি খুব ভাল চিনি। রাজ্যে বাম শাসনের পরিবর্তনের পরে, উত্তরবঙ্গের কোনও পরিবর্তন হয়নি। তৃণমূল সরকার শুধুই প্রতিশ্রুতি দিয়েছে। কাজের কাজ কিছু হয়নি। তাই পুরভোটে মানুষ তৃণমূলের উপর আস্থা না রেখে আমাদেরকেই বেছে নেবেন।’’

Advertisement

রাজনৈতিক তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে রুপোলি পর্দার তারকারাও ছিলেন এ দিনের প্রচারে। গত রবিবার থেকেই শিলিগুড়িতে প্রচার চালাচ্ছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবারেও তিনি শহরে রোড শো করেছেন। লকেটের পাল্টা তৃণমূল প্রার্থীদের হয়ে এ দিন শিলিগুড়িতে প্রচারে এসেছিলেন মহিমা চৌধুরী। শহরের এগারোটি ওয়ার্ডে প্রচার চালিয়েছেন মহিমা। বলিউডের অভিনেত্রীকে দেখতে শহরের বিভিন্ন পাড়ার রাস্তায় ভিড় উপচে পড়ে। অটোগ্রাফের খাতা হাতে দৌড়তে দেখা যায় যুবতী থেকে গৃহবধূদেরও। মহিমাও কাউকে হাত নেড়ে, কাউকে প্রণাম জানিয়ে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি অবশ্য রাজনৈতিক মন্তব্যের মধ্যে ঢোকেননি। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘শিলিগুড়িতে এসে ভাল লাগছে। সকলে ভাল থাকবেন।’’

তবে তারকা প্রচারের সঙ্গে সঙ্গেই চলেছে রাজনৈতিক তরজা। বিরোধী নেতারা সকলেই এ দিন সন্ত্রাস নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। সিদ্ধার্থনাথ থেকে বিমান বসু সকলেই কলকাতা ভোটের পরে উত্তরবঙ্গেও সন্ত্রাসের আশঙ্কা করেছেন। এ দিন মালদহে প্রচার চালিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। এ দিন রাতে ইংরেজবাজারের ১৭ নম্বর ওর্য়াডের মীরচকে এক নির্বাচনী সভায় রাজ্য নির্বাচন কমিশনকে ‘কলঙ্ক’ বলে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘‘রাজ্যে যিনি বর্তমান কমিশনার রয়েছেন তিনি এই ক্ষমতায় থাকার যোগ্য নন। নির্বাচনের নামে প্রহসন করছেন তিনি।’’ এ দিন ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনের কর্মিসভা করেন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিন মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক সাবিনা ইয়াসমিন-সহ একাধিক নেতৃত্ব। বরকত গনিখান চৌধুরীর উন্নয়নের কথা বলে ভোট চেয়েছেন তিনি।

বিরোধীদের নানা সমালোচনা আক্রমণের জবাবে এ দিন সন্ধ্যায় শিলিগুড়ির এক সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পাল্টা বলেন, ‘‘উত্তরবঙ্গের এসে যে কেউ কুৎসা, অপপ্রচার করতে পারে। তাতে মানুষ বিভ্রান্ত হবে না। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন বাসিন্দারা জানেন। ভোটের সময়ও তাঁরা সে কথা মনে রাখবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement