Vandalism

ফের উত্তপ্ত মাথাভাঙা, দোকান লুঠের অভিযোগ নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মাথাভাঙা শেষ আপডেট: ২০ মে ২০২১ ০০:১১
Share:

দোকানে ভাঙচুর। নিজস্ব চিত্র

ফের উত্তপ্ত কোচবিহার জেলার মাথাভাঙা। দোকান লুঠের অভিযোগ ঘিরে চাপানউতর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে।

Advertisement

বিজেপি-র অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট এলাকায় বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে লুঠপাট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, বুধবার দুপুরে ৬০ থেকে ৭০ জনের একটি দল ওই বাজারে ঢুকে বেছে বেছে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর করে এবং লুঠ করে। স্থানীয় বিজেপি নেতা লক্ষীকান্ত বর্মণ বলেন, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল বহিরাগতদের সঙ্গে নিয়ে তাণ্ডব চালাচ্ছে। আজ ৪টি দোকান এবং ৩টি বাড়িতে ভাঙচুর করে লুঠপাট করেছে তারা।’’

যদিও, পদ্মশিবিরের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কেদারহাট অঞ্চলের তৃণমূল নেতা সুমন কুমার রায় বলেন, ‘‘এখানে বিজেপি-র দু’টি গোষ্ঠী রয়েছে। সেই দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই যুক্ত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement