—প্রতীকী ছবি।
দু’দিনের ধর্মঘট সফল করতে মিটিং-মিছিল করছেন বামেরা। কিন্তু, ধর্মঘটের সময়ে যাতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের সব রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) বাস চলাচল নির্বিঘ্ন থাকে, সে জন্য রাস্তায় টহলদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার এক বার্তায় দুই দিনাজপুর ও মালদহের পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন, বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশের টহলদারি বাড়াতে। জেলা প্রশাসনের তরফেও সরকারি অফিসে যাতায়াত, স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হচ্ছে।
রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি বলেন, ‘‘জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ অতি মাত্রায় সতর্ক থাকবে। কোথাও যানবাহন চলাচলে বিঘ্ন যাতে না হয় তা নিশ্চিত করতেই রাস্তায় টহলদারি বাড়াতে বলা হয়েছে।’’
মালদহ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ধর্মঘটের প্রথম দিন জেলার সমস্ত রুটে সরকারি বাস যাতে চলাচল করে সে জন্য এনবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। প্রয়োজনে পুলিশ বাসেও থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। জেলা সদরের একাধিক এলাকায় থাকবে পুলিশ পিকেট। এ ছাড়া পুলিশের একাধিক টহলদারি ভ্যান ঘুরবে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘মঙ্গল ও বুধবার জনজীবন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, সমস্ত সরকারি দফতর খোলা থাকবে।
দক্ষিণ দিনাজপুরে অবশ্য কয়েকটি বাজারে বন্ধের প্রভাব পড়বে বলে দাবি বামেদের। ইতিমধ্যেই তহবাজারের একাংশ বন্ধ থাকবে বলে ব্যবসায়ীদের কয়েকজন জানিয়েছেন। যদিও বন্ধের দ্বিতীয় দিনে দক্ষিণ দিনাজপুরে কোনও সাড়া মিলবে না বলে ব্যবসায়ীদের তরফেই দাবি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘‘কোনও পিকেটিং বরদাস্ত করা হবে না। দৈনন্দিন জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে, সে জন্য সবরকম পদক্ষেপ করা হয়েছে।’’
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজ, মঙ্গলবার বেলা ১০টা থেকে রায়গঞ্জের করোনেশন হাইস্কুলে এ বছরের উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের সঙ্গীত বিষয়ের প্র্যাক্টিকাল পরীক্ষা হওয়ার কথা। জেলার একমাত্র ওই পরীক্ষাকেন্দ্রে এ দিন জেলার বিভিন্ন ব্লকের একাধিক হাইস্কুলের ছাত্র ও ছাত্রী মিলিয়ে ১০০ জনেরও বেশি পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। একই ভাবে এদিন জেলার কয়েকটি হাইস্কুল ও কলেজে কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও হওয়ার কথা। ওই পরীক্ষাতেও জেলার শতাধিক পড়ুয়া দেবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। করোনেশন হাইস্কুলের প্রধানশিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়ের দাবি, ‘‘দুটি পরীক্ষার সূচি পূর্ব নির্ধারিত। বন্ধের জেরে যাতে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয়, তার জন্য প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করার অনুরোধ করেছি।’’
জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিকের বক্তব্য, ‘‘বন্ধের দুদিন কোনও রুটে বাস না চললে সেই রুটের পারমিট বাতিল করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।’’
সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালের দাবি, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ সফল করার চেষ্টা হবে। জরুরি পরিষেবা বা পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে কোনও পরীক্ষা বাতিল যাতে না হয়, তা দেখা হবে।’’
উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমারের দাবি, ‘‘আগামী দুদিন জেলার জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট থাকবে।’’ তিনি বলেন, ‘‘কেউ জোর করে ধর্মঘট পালন করার চেষ্টা করলে, পুলিশ তাঁকে গ্রেফতার করবে।’’