এই সেই খড়্গ। — নিজস্ব চিত্র।
গোপন সূত্রে খবর পেয়ে গন্ডারের খড়গ-সহ দু’জনকে গ্রেফতার করল বন দফতর ও এসএসবি ৫৩ নম্বরের জওয়ানরা। শুক্রবার দুপুর নাগাদ হাসিমারা থেকে খড়্গ সহ দু’জনকে তাঁদের ধরা হয়।
খড়্গ বিক্রির জন্য ক্রেতা খোঁজ করছিল পাচারকারিরা। সেইমতো বন দফতরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের লোককে ক্রেতা হিসেবে পাঠানো হয় পাচারকারীদের কাছে। দাম ঠিক হওয়ার শুক্রবার খড়্গটিকে হাসিমারায় নিয়ে আসার কথা বলা হয়। আগে থেকেই বন দফতর ও এসএসবি জওয়ানেরা ওত পেতে ছিল। তারা আসতেই ধরা পড়ে। ১ কেজি ৪০০ গ্রাম ওজনের খড়্গটি ধৃতরা কোথায় পেল তা জানার জন্য মাদারিহাট রেঞ্জে এনে ধৃত লালবাবু সা ও রাজেশকুমারকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। খড়্গটির দাম আন্তজাতিক বাজারে চার কোটি টাকা বলে বন দফতরের অনুমান।
মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি বলেন, “কোনও চক্র জড়িত কি না তা জানার চেষ্টা হচ্ছে।”