প্রতীকী চিত্র।
সীমান্তে গরুপাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট এলাকায়। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মোকলেশ্বর হক (৩৫)। তিনি দিনহাটার নয়ারহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার ভোর রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে বৈরাগীরহাট পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায় জড়ো হয়। সেই সময় বিএসএফ জওয়ানরা বাধা দেন। অভিযোগ, কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় পাচারকারী ওই দলটি। সেই সময় বিএসএফ গুলি চালালে মৃত্যু হয় এক পাচারকারীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে পাঁচটি গরু এবং ধারাল অস্ত্র উদ্ধার করে।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভর্মা বলেন, ‘‘বৈরাগীরহাট পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক জনের মৃত্যু হয়েছে। বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গরুপাচার করার সময় গুলি চালানো হয়।’’