North Bengal University

বড়দিনের ছুটি বহাল কলেজে

রেজিস্ট্রার এবং পরীক্ষা সমূহের নিয়ামকের দফতরের মধ্যে সমন্বয়ের অভাবেই এই ঘটনা বলে তাঁরা মনে করছেন।

Advertisement

সৌমিত্র কুন্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৫২
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

অবশেষে কলেজে বড় দিনের সপ্তাহব্যাপী ছুটি বহাল রাখার কথা জানাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বৈঠকের পরে তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত। বৈঠকে উপস্থিত কর্ম সমিতির সদস্য তথা কলেজ অধ্যক্ষদের একাংশ প্রশ্ন তোলেন, কোন সিদ্ধান্তে এই ছুটি বাতিল করা হয়েছিল তাঁরা বুঝতে পারছেন না। অথচ তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন বলা হচ্ছে। রেজিস্ট্রার এবং পরীক্ষা সমূহের নিয়ামকের দফতরের মধ্যে সমন্বয়ের অভাবেই এই ঘটনা বলে তাঁরা মনে করছেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন,‘‘এ দিন আলোচনায় ঠিক হয়েছে, আগের মতোই সপ্তাহব্যাপী ছুটি থাকবে। তবে ছুটি সংক্রান্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে বলে যা বলা হচ্ছে তা ঠিক নয়। পরীক্ষা সমূহের নিয়ামক বিভাগে আমরা তেমন কিছু জানাইনি।’’

পরীক্ষা সমূহের নিয়ামক দেবাশিস দত্তের দাবি, গত ১৯ সেপ্টেম্বর জয়েন্ট রেজিস্ট্রারের দফতর থেকেই ছুটির যে তালিকা করে নোটিস জারি হয়েছিল তাতে ২৫ ডিসেম্বর বাদে বড় দিনের সপ্তাহব্যাপী ছুটির ( ২৬-৩১ ডিসেম্বর) কোনও উল্লেখ ছিল না। তিনি বলেন, ‘‘ওই নোটিস কলেজগুলিতেও পাঠানো হয়েছিল। তা দেখেই পরীক্ষা নিয়ামক বিভাগ ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সিমেস্টার শুরুর অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন।’’ এর আগে তিনি রেজিস্ট্রার থাকার সময় ছুটি বিষয়ক কমিটি গড়ে দিয়েছিলেন বলে জানান পরীক্ষা সমূহের নিয়ামক।

Advertisement

কলেজে বড় দিনের ছুটি থাকবে কি না, তা নিয়ে এ দিন কর্ম সমিতির সদস্য কলেজের অধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, পরীক্ষা সমূহের নিয়ামক, তিন বিভাগীয় প্রধান ১৬ জনকে নিয়ে বৈঠক ডাকা হয়। সব মিলে ১০ জন ছিলেন। উপস্থিত অধ্যক্ষদের তরফে প্রিন্সিপাল কাউন্সিলের সভাপতি নীলাংশুশেখর দাস বলেন, ‘‘সেপ্টেম্বরের শুরুতে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছিল বলা হচ্ছে। অথচ সে রকম কোনও বৈঠক হয়নি। আমরা বড় দিনের ছুটি তুলে দেওয়ার কোনও কথাও বলিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement