মাস পয়লায় কোচবিহারে ব্যাঙ্কের সামনে পেনশন প্রাপকদের লাইন। — নিজস্ব চিত্র
নোট বাতিলের জেরে উদ্ভূত সমস্যায় মাসের পয়লা তারিখেও পেনশনের বরাদ্দ না আসায় উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের। ওই বিষয়ে সরব হয়েছেন এনবিসিটিসি রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের কর্তারা। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে নভেম্বর মাসের বকেয়া পেনশনের টাকা না পেলে আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
সংগঠন নেতৃত্বের অভিযোগ, ফি মাসেই অনিয়মিত পেনশনের সমস্যায় জেরবার হচ্ছেন নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পেনশনের টাকা এক সঙ্গে নভেম্বরে দেওয়া হয়। ওই মাসের ৮ তারিখে কেন্দ্রীয় সরকার পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করে। স্বাভাবি ভাবেই বিপাকে পড়েন অবসরপ্রাপ্তরাও। এ বার নভেম্বরের পয়লা তারিখে তাই পেনশন মিলবে বলে আশা করেছিলেন অনেকে। কিন্তু ওই খাতে নিগম কর্তাদের কাছে ডিসেম্বর মাসের পয়লা তারিখেও বরাদ্দ না আসায় চিন্তায় পড়েছেন তারা । বরাদ্দ এলেও ব্যাঙ্কে কত টাকা পাওয়া যাবে সে প্রশ্নে অবসরপ্রাপ্তদের ওই চিন্তা আরও বেড়েছে। এনবিএসটিসি রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সভাপতি সুজিত সরকার বলেন, “ অন্য মাসগুলিতেও নিয়মিত মাসের শুরুতে পেনশন না মেলায় অবসরপ্রাপ্তদের সমস্যায় পড়তে হয়।
এ বার পরিস্থিতি পুরোপুরি আলাদা। সকলেরই হাত প্রায় ফাঁকা। তার উপর বিয়ের মতো নানা অনুষ্ঠান রয়েছে। তাই এই মাসের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হবে বলে আমরা আশা করেছিলাম। অথচ পয়লা তারিখে বরাদ্দই আসেনি। এ নিয়ে হতাশা তৈরি হয়েছে।” সুজিতবাবু জানিয়েছেন, ৭ তারিখ পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। তারপর আন্দোলনে নামতে পারেন। এনবিএসটিসি-র রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি বিমল আইচ, সাধারণ সম্পাদক গুণেন মৈত্ররা প্রায় এক সুরে বলেন, “নোটের গেরোয় সকলেই সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। সাত তারিখের মধ্যে পেনশন নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও চিন্তাভাবনা হচ্ছে।”
ওই সংগঠন সূত্রেই জানা গিয়েছে, ফি মাসে অবসরপ্রাপ্তদের পেনশন মেটাতে প্রায় সাড়ে ৪ কোটি টাকা দরকার হয়। পেনশনভোগীর সংখ্যা চার হাজারের বেশি। অভিযোগ, বাম জমানায় রাজ্য সরকারের তরফে সাত তারিখের মধ্যে পেনশন মেটানোর কথা বলা হয়েছিল। কিন্তু আখেরে তাতে কাজ হয়নি। সরকার বদলের পরেও প্রথম সপ্তাহের মধ্যে নিয়মিত পেনশন মিলছে না। বেশ কয়েক মাস অর্ধেক টাকা পেনশন দেওয়া হয়। নিগম সূত্রের অবশ্য দাবি, ওই বকেয়া পর্যায়ক্রমে মেটানো হয়েছে। ওই কর্মীদের প্রতিমাসের পেনশনও ‘আপডেট’ রয়েছে। নভেম্বরের বকেয়া মেটাতে বরাদ্দ চাওয়া হয়েছে। তা এলেই পেনশনের টাকা মিটিয়ে দেওয়া হবে। ওই ব্যাপারে চেষ্টা চলছে। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর সুবল চন্দ্র রায় বলেন, “ অক্টোবর পর্যন্ত পেনশন হয়েছে। এখন আর বাকি নেই। বরাদ্দ চেয়েছি, এলেই এবারের টাকাও দেওয়া হবে।”