তাঁর অজস্র গল্প উপন্যাসে বারে বারে উঠে এসেছে নদী। মাত্র ৬৬ বছর বয়সে নদীর সঙ্গে সখ্য ছিন্ন করে চলে গেলেন সাহিত্যিক শচীন দাশ। সম্প্রতি রায়গঞ্জের ‘চৈতন্য সাহিত্য পত্রিকা পরিবার’ তাঁর স্মরণসভার আয়োজন করেছিল।
পুষ্পার্ঘ্যে সুনন্দা গোস্বামীর শ্রদ্ধাজ্ঞাপন, মধুমিতা দত্ত-সায়ন রায়ের সঙ্গীতের পাশাপাশি তাঁর লেখা পাঁচটি উপন্যাস নিয়ে আলোচনা করলেন আশিস সরকার। কেমন ছিল তাঁর সঙ্গে কয়েকটি দিন যাপনের অভিজ্ঞতা? শোনালেন কমলেশ গোস্বামী এবং দেবেশকান্তি চক্রবর্তী। শর্মিষ্ঠা ঘোষ, পুষ্পিতা মজুমদার, পাপিয়া চক্রবর্তী এবং অনির্বাণ ঘোষের স্বরচিত কবিতাপাঠে তাঁকেই
ছুঁয়ে যাওয়া।
সুদীপ দত্ত