কোহিনূর নিয়ে বৈঠক আজ, বাগানে চলছে কাজ

Advertisement
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০১:৩৩
Share:

কোহিনূর চা বাগানের সমস্যা মেটাতে মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকলো শ্রম দফতর। জলপাইগুড়ি ডিএলসি অফিসে এই বৈঠক ডাকা হয়েছে। বকেয়া বোনাসের দাবিতে রবিবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শ্রমিকদের একাংশের বিরুদ্ধে অফিসে ভাঙচুরের অভিযোগও ওঠে। পুলিশ গিয়ে এ দিন রাতেই ম্যানেজারকে উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে আসে। তবে সোমবার বাগানে স্বাভাবিক কাজ হয়েছে। আলিপুরদুয়ারের সহকারি শ্রম কমিশনার বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, কোহিনূর চা বাগানের সমস্যা নিয়ে আগামিকাল মঙ্গলবার জলপাইগুড়ি ডিএলসি অফিসে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আশা করি সমস্যা মিটবে। শ্রমিক পক্ষের বক্তব্য, বোনাস নিয়ে সমস্যা না মিটলে তাঁরা শীঘ্রই শ্রমমন্ত্রীর দ্বারস্থ হবেন। কোহিনূর চা বাগান কর্তৃপক্ষের তরফে অভিযোগ, দ্রুত যাতে পেমেন্ট দেওয়া যায়, সে চেষ্টাই চলছিল। কিন্তু রবিবার রাতে কিছু বহিরাগত আমাকে গভীর রাত পর্যন্ত ঘেরাও করে হেনস্থা করে। অফিসে ভাঙচুর চালানো হয়। তবে শ্রমিকদের স্বার্থ দেখেই তাঁরা বাগান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে তাঁদের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement