Yogi Adityanath

আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মালদহ থেকে গ্রেফতার যুবক, ধৃতের কাছে মিলল ছবি, ছুরি ও পিস্তল

ধৃতের নাম শেখ আতাউল। অভিযোগ, দেড় মিনিটের একটি ভিডিয়োবার্তায় বাংলাদেশ ইস্যু থেকে বিভিন্ন বিষয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন তিনি। সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬
Share:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে পুলিশের হাতে পাকড়াও হলেন এ রাজ্যের মালদহ জেলার এক বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধৃতের কাছ থেকে অস্ত্র-সহ ‘আপত্তিকর’ কিছু জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisement

ধৃতের নাম শেখ আতাউল। মঙ্গলবার মালদহ থেকে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ। আতাউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমাজমাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করেছেন। বাংলাদেশ ইস্যু থেকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিষয় নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন। সেখানেই আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। জানা যাচ্ছে, আতাউলকে গ্রেফতার করার সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি এবং আপত্তিকর কিছু ছবি পাওয়া গিয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, ধৃত এবং তাঁর পরিবার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন। অনেক বছর ধরে বাংলায় বসবাস করছেন তাঁরা।

জানা যাচ্ছে, মিনিটখানেক দৈর্ঘ্যের একটি ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মালদহের যুবক। ভিডিয়োটি প্রচুর নেটাগরিক দেখেছেন। শেয়ারও হয়েছে। পুলিশের দাবি, ওই ভিডিয়োয় অভিযুক্ত যে কথাবার্তা বলেছেন তা আপত্তিকর। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সমাজে হিংসা ছড়াতে পারে। তা ছাড়া একজন মুখ্যমন্ত্রীকে খুন করে দেওয়ার হুমকিও গুরুতর বিষয়। জানা যাচ্ছে, আতাউলের বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement