মালদহে অবাক ইন্টারভিউ

প্রধানমন্ত্রী মমতা, রাষ্ট্রপতি মোদী!

চেয়ার বসে মালদহ জেলার এক সরকারি কর্মী। তাঁর সামনে থাকা টেবিলের উল্টো দিকে ইন্টারভিউ দিতে আসা মাধ্যমিক উত্তীর্ণ এক প্রার্থী। সরকারি কর্মীটি প্রশ্ন করলেন, ভারতের প্রধানমন্ত্রীর নাম কী?

Advertisement

জয়ন্ত সেন

জয়ন্ত সেন মালদহ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:১৭
Share:

চেয়ার বসে মালদহ জেলার এক সরকারি কর্মী। তাঁর সামনে থাকা টেবিলের উল্টো দিকে ইন্টারভিউ দিতে আসা মাধ্যমিক উত্তীর্ণ এক প্রার্থী। সরকারি কর্মীটি প্রশ্ন করলেন, ভারতের প্রধানমন্ত্রীর নাম কী?

Advertisement

প্রার্থীর সপ্রতিভ উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়!

উত্তর শুনে ওই সরকারি কর্মীটির তো চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। কিছুটা ধাতস্ত হয়ে আবার ওই প্রার্থীকেই তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী? জবাব এল, দিল্লি।

Advertisement

শুনেটুনে ওই কর্মীটির চোখ প্রায় ছানাবড়া। জবাব শোনার পরে তিনি উত্তরদাতাকে শুধু বলেন, বেশ বেশ। আপনি এ বারে আসুন!

শুধু এক জন নন, ওই ইন্টারভিউ নিতে যাওয়া আরও অন্তত এক ডজন সরকারি কর্মীকে ১১ দিন ধরে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে এই সব বিস্ফোরক উত্তর হজম করতে হয়েছে। এমনকী জানা গিয়েছে, হেরে গেলেও বর্তমান পরিবহণমন্ত্রীর নামের উত্তর এসেছে মদন মিত্রই! অনেকে রাষ্ট্রপতির নামও বলতে গিয়ে বেশ কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, রাষ্ট্রপতির নাম নরেন্দ্র মোদী!

তবে সবাই যে এমন উত্তর দিয়েছেন, তা নয়। সরকারি কর্মীদের দাবি, স্নাতকোত্তর ও স্নাতক প্রার্থীদের কাছ থেকে তাঁরা বেশিরভাগ জবাবই ঠিকঠাক পেয়েছেন।

মালদহ জেলার চারটি ব্লকে সামাজিক নিরীক্ষার কাজে চুক্তিভিত্তিক ভিলেজ রিসোর্স পার্সন (গ্রামীণ সম্পদ ব্যক্তি) নিয়োগের ইন্টারভিউয়ে এমনই সব কাণ্ড হয়েছে। গত মাসের শেষ সপ্তাহ থেকে এ মাসের মাঝামাঝি, ১১ দিন ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টারে ওই ইন্টারভিউ হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইন্টারভিউয়ে ঝাড়াই-বাছাই করে চারটি ব্লকের জন্য ৪১০টি পদে নিয়োগ শেষ হয়েছে এবং নিযুক্ত প্রার্থীদের মঙ্গলবার থেকে মালদহ জেলা সদরের দুর্গাকিঙ্কর সদনে সামাজিক নিরীক্ষা করার তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দেবতোষ মণ্ডল বলেন, ‘‘আমি ইন্টারভিউ নিইনি। তবে যে কর্মীরা নিয়েছেন, তাঁদের মুখে শুনেছি, বেশ কিছু প্রার্থী ওই ধরনের আশ্চর্যজনক উত্তর দিয়েছেন।’’ জেলা সামাজিক নিরীক্ষা দফতরের নোডাল অফিসার সুকান্ত সাহা বলেন, ‘‘ইন্টারভিউয়ে প্রশ্নোত্তর পর্ব কী হয়েছে, তা বলতে পারব না।’’

জেলা সামাজিক নিরীক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ অগস্ট থেকে জেলার ইংরেজবাজার, হবিবপুর, মানিকচক ও চাঁচল-১ ব্লকে সামাজিক নিরীক্ষা শুরু হবে। মূলত, ২০১৫ সালের পয়লা এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ওই ব্লকগুলিতে একশো দিনের প্রকল্পের কাজ কোথায় কী কী হয়েছে, বিভিন্ন ভাতা প্রাপকরা ঠিকঠাক মতো ভাতা পেয়েছেন কি না ও ইন্দিরা আবাসন প্রকল্পের ঘর ঠিকঠাক হয়েছে কি না— এ সবেরই মূল্যায়ণ হবে এই সমীক্ষায়। সে জন্য চারটি ব্লকের ৪১টি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা করার জন্য ১০ জন করে মোট ৪১০ জন ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করা হয়েছে। এই পদ পুরোপুরি চুক্তিভিত্তিক। এরা ১০ দিন সমীক্ষা করবে।

একশো দিনের কাজের প্রকল্পের নিয়মে দৈনিক একটি দক্ষ শ্রমিকের পারিশ্রমিক ৩৫২ টাকা করে। এই সমীক্ষার কাজ যাঁরা করবেন, তাঁরাও দৈনিক ওই টাকাই পাবেন। এখানে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয়ের দিকে অনেকেই আঙুল তুলেছেন— এমন একটা কাজে, যেখানে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং দৈনিক ভাতা একশো দিনের কাজের সমান, সেখানে ১৭৭ জন স্নাতক তো বটেই, ১৭০ জন স্নাতকোত্তর প্রার্থীই এলেন কেন? শুনে কেউ কেউ বলছেন, চাকরির বাজার ভাল নয় বলেই বোধহয় এই কাজের জন্যও ১৭ হাজার আবেদন জমা পড়েছে। এবং এতজন স্নাতক-স্নাতকোত্তর প্রার্থী।

কেউ কেউ আবার এ-ও বলছেন, ভাগ্যিস ওঁরা ছিলেন! না হলে এমন সব জবাব দেওয়া প্রার্থীদের থেকেই হয়তো লোক বাছতে হতো!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement