Kanchenjunga Express Accident

২০ জন ছুটি পেলেন হাসপাতাল থেকে, চিন্তা তিন জনকে নিয়ে

ছুটি পেয়ে খুশি ফরাক্কার অজিত মণ্ডল, মালদহের ইন্দ্রজিৎ মণ্ডল, পুতুল মণ্ডল এবং তাদের মেয়ে ছ’বছরের সিতির মতো অনেকেই।

Advertisement

সৌমিত্র কুন্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ০৯:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় জখমদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ২০ জন শুক্রবার ছুটি পেলেন। তাঁদের মধ্যে দু’জনকে আগের দিন ছুটি দেওয়া হলেও, তাঁরা যাননি। এ দিন বাড়ি ফিরেছেন। কেউ ত্রিপুরায় থাকেন, কেউ কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ বা ঝাড়খণ্ডে। বর্তমানে সাত জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এক জন আইসিইউ’-তে রয়েছেন। দু’জন ‘ট্রমা কেয়ার’-এ।

Advertisement

ছুটি পেয়ে খুশি ফরাক্কার অজিত মণ্ডল, মালদহের ইন্দ্রজিৎ মণ্ডল, পুতুল মণ্ডল এবং তাদের মেয়ে ছ’বছরের সিতির মতো অনেকেই। তবে দুর্ঘটনার পরে ট্রেনে ছেড়ে আসা তাঁদের জিনিসপত্র পাননি বলে অভিযোগ। তা নিয়ে সমস্যায় রয়েছেন। পরিবারের লোকদের অভিযোগ, তা নেওয়ার জন্য মেডিক্যাল ফাঁড়ির পুলিশের কাছে গেলে, তাঁদের কখনও নিউ জলপাইগুড়ি জিআরপি-র কাছে, কখনও ফাঁসিদেওয়া থানাতে গিয়ে খোঁজ করতে বলা হচ্ছে। এই কদিনে হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে তাঁরা আর দৌড়ঝাঁপ করতে পারছেন না। অনেকেই জিনিসপত্র ছাড়া, বাড়িতে চলে যান।

হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন, ‘‘শুক্রবার সব মিলিয়ে ২০ জন ছুটি পেয়েছেন। বর্তমানে সাত জন রয়েছেন। তিন জনের পরিস্থিতি এখনও উদ্বেগের। ডাক্তারেরা তাঁদের দেখছেন। সকলকে সুস্থ করে বাড়ি ফেরাতেই তারা সচেষ্ট।’’

Advertisement

এ দিন হাবড়ার বাড়িতে ফিরতে পেরে খুশি বিলাস মজুমদার। তিনি বলেন, ‘‘হাসপাতাল থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বাড়িতে ফেরার। এখন অনেকটাই ভাল রয়েছি।’’ জখম হয়ে চিকিৎসাধীন যাঁরা ছিলেন, তাদের অনেকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পাননি বলে দাবি করেছেন। আবার অনেকে পেয়েছেন। তা নিয়ে রয়েছে ‘বিভ্রান্তি’। প্রশাসনের তরফে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement