ফাঁকা মাঠে প্রচার শুরু তৃণমূলের 

জেলা সভাপতি গৌতম দেব বলেন, ‘‘আমরা আর সময় নষ্ট করতে রাজি নই। প্রার্থী ছাড়াও পাহাড়ের নেতাদের সঙ্গে এক দফায় কথা হয়েছে। পরে আরও বৈঠক হবে। বিমানবন্দর থেকে র‌্যালি দিয়েই তৃণমূল প্রার্থীর প্রচার শুরু হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৫:১১
Share:

দলের প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তায় প্রচারে নামতে চলেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাই। আজ বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রার্থীর। সব ঠিক থাকলে তারপরেই অমর সিংহ রাইকে নিয়ে বাগডোগরা থেকে দার্জিলিং মোড় অবধি র‌্যালি করে প্রচারে নামার কথা তৃণমূলের। দলের জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেবেরও বৃহস্পতিবার সকালের ট্রেনে শিলিগুড়ি আসার কথা।

Advertisement

জেলা সভাপতি গৌতম দেব বলেন, ‘‘আমরা আর সময় নষ্ট করতে রাজি নই। প্রার্থী ছাড়াও পাহাড়ের নেতাদের সঙ্গে এক দফায় কথা হয়েছে। পরে আরও বৈঠক হবে। বিমানবন্দর থেকে র‌্যালি দিয়েই তৃণমূল প্রার্থীর প্রচার শুরু হচ্ছে।’’

দলীয় সূত্রের খবর, ওই র‌্যালিতে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলার নেতাদের। র‌্যালির পরে অমর সিংহ রাই দার্জিলিং চলে যাবেন। সেখানে বিধায়ক পদ থেকে ইস্তফা এবং মনোনয়ন জমা দেওয়ার নথিপত্র তৈরির সঙ্গে সঙ্গে পাহাড়ের বিভিন্ন প্রান্তে প্রচার চালাবেন তিনি। জিটিএ প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান তথা মোর্চা সভাপতি বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে আলোচনা করে পাহাড়ের তৃণমূল কমিটির সভাপতি লাল বাহাদুর রাই এবং জেলার নেতারা প্রচারের কর্মসূচি ঠিক করবেন। দলীয় সূত্রের খবর, প্রথম দফায় ছোট ছোট র‌্যালি এবং এলাকা ভিত্তিক পদযাত্রায় জোর দেওয়া হয়েছে। কয়েকদিন পর থেকেই সভা শুরু হয়ে যাওয়ার কথা। এরমধ্যে আজ, বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির হিলকার্ট রোডের জেলা তৃণমূল দফতরে জেলার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে মূলত সমতলের শিলিগুড়ি পুর এলাকার ওয়ার্ডগুলোয় আগামী কয়েক সপ্তাহের প্রচার ও অন্য কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূল সূত্রে খবর, আপাতত দ্রুতবেগে সর্বত্র অনুমতি নিয়ে দেওয়াল লিখনের কাজ নেতাদের শেষ করতে বলা হয়েছে। তার সঙ্গে ফ্লেক্স, হোর্ডিং লাগানো হবে। তাছাড়া বাড়ি বাড়ি ঘুরে দলের বক্তব্য তুলে ধরতে প্রচারপত্রও বিলি হবে। এরপরের ধাপেই নির্বাচনী কার্যালয় খুলে প্রার্থীকে নিয়ে প্রচারে নামা হবে। বুধবারই প্রধাননগর এলাকায় জেলার নেতা দীপক শীল, কাউন্সিলর নান্টু পালের নেতৃত্বে দেওয়াল লিখন করা হয়েছে। দলের একটি অংশ জানাচ্ছে, বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, সেই সুযোগে ফাঁকা মাঠে প্রচারের ঝড় তুলতে চাইছে তারা।

এ দিন কলকাতায় বামফ্রন্টের নেতারা বৈঠক করলেও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। কংগ্রেসেরও কার্যত একই অবস্থা। দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল-বিজেপি বিরোধী ১১ দলের জোট এ দিনও বৈঠক করে। কিন্তু সর্বসম্মত প্রার্থী ঠিক করতে পারেননি। ইতিমধ্যে কালিম্পঙের জাপে’র হরকা বাহাদুর ছেত্রী পাহাড়ের দলগুলির সঙ্গে আলোচনা থেকে সরে এসেছেন। জাপ অবশ্য এখনও নিজেদের অবস্থায় স্পষ্ট করেননি। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস নেতারা আর ১-২ দিন অপেক্ষা করে নিজেরাই নিজেদেরয় প্রার্থী ঘোষণা করে দিতে পারে বলে শোনা গিয়েছে। আলোচনা ভেস্তে গেলে জিএনএলএফ কোন দিকে যাবে তা নিয়ে সেই দলেও আলাদা বৈঠক শুরু হয়েছে।

শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘আমরা পাহাড়ের দলগুলোর জন্য অপেক্ষা করছি। দলীয় স্তরে বৈঠক চলছে। আশা করা হচ্ছে, দু’তিনদিনের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement