বালুরঘাটে অর্পিতা। নিজস্ব চিত্র
একলা নন। তিন তিন জন মন্ত্রী থাকবেন সঙ্গে। গৌতম দেব, পূর্ণেন্দু বসু এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলের অর্পিতা ঘোষ।
আর শহর জুড়ে কৌতূহলী প্রশ্ন, বিপ্লব মিত্র কি থাকছেন। জেলা তৃণমূল সভাপতি নিজেই এর জবাব দিয়েছেন, ‘‘হ্যাঁ, আমাকে যাওয়ার জন্য অর্পিতা বলেছেন। মন্ত্রীদের তো ভিতরে ঢোকার অনুমতি নেই। জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় আমি ওঁর সঙ্গে থাকব।’’ দলীয় সূত্রের খবর, মনোনয়ন জমার আগে বুধবার বিপ্লবের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন অর্পিতা। সেখানে জেলা সভাপতির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। মনোনয়ন ছাড়াও জেলায় কোথায় কীভাবে প্রচার করা হবে তা নিয়েও দু’জনের একপ্রস্ত আলোচনা হয়।
নাট্যকর্মী অর্পিতার মনোনয়ন জমার সময় উপস্থিত থাকতে এ দিনই তিন মন্ত্রী জেলায় ঢুকেছেন। অর্পিতা বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার সময় আমার সঙ্গে জেলা সভাপতি ও রাজ্যের কয়েকজন মন্ত্রীও থাকবেন। কর্মীদেরও আসতে বলেছি।’’ সূত্রের খবর, আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের আসতে বলা হয়েছে। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী-সমর্থকদের জমায়েত করা হবে। সেখান থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেবেন অর্পিতা। বেলা ১১টা নাগাদ মনোনয়ন জমা করতে যাবেন অর্পিতা। মনোনয়ন জমা দিয়ে মিছিল করে ফিরে এসে বিকেলে শহরে সভা করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।
তৃণমূল সূত্রের খবর, জেলায় যেসব অঞ্চলে বিজেপির সংগঠন নেই, সেখানে প্রচারে জোর দিতে পরিকল্পনা নিয়েছে তৃণমূল। জেলার প্রায় ৩০০ বুথে বিজেপি কোনও কমিটিও তৈরি করতে পারেনি বলে খবর। এবার সেই এলাকাগুলিতে একনাগাড়ে প্রচার চালিয়ে ঝড় তুলতে চাইছে জোড়াফুল শিবির। এজন্যই রাজ্যের একঝাঁক মন্ত্রীকে ডাকা হয়েছে বলে জেলা নেতৃত্ব জানিয়েছেন। এই মন্ত্রীদের দিয়েই প্রচারে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা নিয়েছেন অর্পিতা।