খাঁচায় ‘বন্দি’ চিতাবাঘ— নিজস্ব চিত্র।
ছাগলের টোপ দিয়ে ধরা হল সেনা ছাউনির আশপাশে ঘুরে বেড়ানো পূর্ণবয়স্ক চিতাবাঘকে। বেশ কিছু দিন ধরে বিন্নাগুড়ি সেনা ছাউনির অস্ত্রাগারের পাশেই চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন সেনা জওয়ানরা। সেনা ছাউনির আধিকারিক বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানান। এর পর ছাগলের টোপ দিয়ে পাতা হয় বাঘ ধরার খাঁচা। তাতেই শুক্রবার ধরা পড়েছে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় আতঙ্কমুক্ত জওয়ানরা।
চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। আজ শনিবার তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে খবর।
বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেছেন, ‘‘সেনা ছাউনির ভিতরে চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখেছিলেন সেনা জওয়ানরা। তাঁরা আমাদের কাছে আবেদন জানান। পরে ছাগলের টোপ দিয়ে সেখানে বাঘ ধরার খাঁচা পাতা হয়েছিল। তাতেই ধরা পড়েছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটি। আগামী কাল স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।’’