Kalbaishakhi

অসময়ে কালবৈশাখীর তাণ্ডব ডুয়ার্সে

চৈত্র-বৈশাখ না পড়তেই কালবৈশাখী তাণ্ডব চালাল ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিন্নাগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৬:৩৫
Share:

কালবৈশাখী তাণ্ডব। নিজস্ব চিত্র।

চৈত্র-বৈশাখ না পড়তেই কালবৈশাখী তাণ্ডব চালাল ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। গত কয়েক দিন ধরে আকাশে মেঘ জমেছিল, কোথাও কোথাও হাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে ডুয়ার্সের বেশ কিছু বাড়ি ও দোকান ক্ষতিগ্ৰস্ত হয়েছে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০টি বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে।

Advertisement

সেখানকার একটি স্কুলঘরের চালও উড়ে গিয়ে গিয়েছে। সেই স্কুলের টিনের চাল উড়ে এসে পাশের বাড়িতে পড়ে। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ওই এলাকা মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎহীন। কালবৈশাখীর জেরে ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে বুধবার সকালে ক্ষতিগ্ৰস্ত এলাকা ও বিদ্যালয় পরিদর্শনে যান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক শ্যাম ও পঞ্চায়েত সদস্য অরুণ রাম। দীপক শ্যাম বলেছেন, ‘‘গভীর রাতের ঝড়ে ৪টি চা বাগানের একটি স্কুলঘর-সহ ৩০ টি বাড়ির ক্ষতি হয়েছে। বিষয়টি ব্লক অফিসে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement