উদ্ধার হওয়া চোরাই কাঠ। নিজস্ব চিত্র।
জলপাইগুড়ি জেলার দুরামারির অধিকারীপাড়ার টেনশন মোড় এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল চোরাই কাঠ। বৃহস্পতিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। সেখান থেকে প্রায় ২৫ সিএফটি চোরাই শাল ও সেগুন কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধার করা চোরাই কাঠের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
সূত্রের খবর, বনকর্মীদের অভিযানের বিষয়টি আগাম টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই গৃহকর্তা। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে জঙ্গল থেকে বহু মূল্যবান গাছ কেটে এনে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হতো। বনকর্মীদের কাছে সেই খবর পৌঁছনো মাত্রই হানা দেওয়া হয় সেই বাড়িতে।
মোরাঘাটের রেঞ্জ অফিসার রাজকুমার পাল বলেছেন, ‘‘দুরামারির একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ সিএসটি চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিকের খোঁজ চালানো হচ্ছে। উদ্ধার করা কাঠ নিলাম কেন্দ্রে এনে রাখা হয়েছে।’’