— ফাইল চিত্র
মামলার কেস ডায়েরি জমা করতে পারল না পুলিশ। তার জেরে পিছিয়ে গেল জলপাইগুড়ির পানশালা কাণ্ডের মূল অভিযুক্ত ধর্ম পাসোয়ানের জামিনের আবেদন। সোমবার জেলা আদালত জানিয়েছে ফের এই মামলার শুনানি হবে ৩ অক্টোবর।
পুলিশের দাবি, পানশালার এক গায়িকার অভিযোগের ভিত্তিতে ওই পানশালায় হানা দেওয়া হয়েছিল। পরে সেই গায়িকা অভিযোগ করেন যে পুলিশ ভয় দেখিয়ে তাঁকে দিয়ে জোর করে অভিযোগ করিয়েছিল। এ দিন তিনি জেলা আদালতে সেই কথা জানিয়ে লিখিত অভিযোগ জমা দেন।
পানশালায় যৌন ব্যবসা চালানোর অভিযোগে ১৬ জুলাই অভিযান চালায় পুলিশ। এরপর এই মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে মূল অভিযুক্ত ধর্ম পাসোয়ানও রয়েছেন। পানশালা কাণ্ডে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা চলছে। জেলা আদালতেও একটি মামলা চলছে। সোমবার জেলা আদালতে সেই মামলাটি ওঠে। মূল অভিযুক্ত ধর্মের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। এ দিন মামলার ‘কেস ডায়েরি’ দেখতে চান বিচারক। পুলিশ জানায়, হাইকোর্টে ‘কেস ডায়েরি’ রয়েছে। সেই কারণে এ দিন মামলার শুনানি হয়নি বলে সূত্রের খবর।
এ দিনই অভিযুক্ত পক্ষের আইনজীবীদের তরফে এজলাসে হাজির করানো হয় অভিযোগকারী গায়িকাকে। তিনি জেলা আদালতে বিচারককে লিখিতভাবে জানান যে পুলিশ ভয় দেখিয়ে তাঁকে দিয়ে অভিযোগ করিয়েছে। তাঁর দাবি, তিনি বাংলা লিখতে বা পড়তে জানেন না। সাদা কাগজে তাঁকে দিয়ে সই করানো হয়েছে। অভিযোগকারীর গায়িকার গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযুক্তপক্ষের আইনজীবী অভিজিৎ সরকার। তিনি বলেন, ‘‘গোপন জবানবন্দি নেওয়া হলে সত্যিটা সামনে আসবে।’’ অভিযুক্তপক্ষের আরও এক আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘‘তিনদিন হয়ে গেল এখনও কেস ডায়েরি জমা করতে পারল না পুলিশ। পুলিশের কাছে কেস ডায়েরির কপি থাকা প্রয়োজন ছিল। প্রমাণ হবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।’’
সরকারপক্ষের আইনজীবী সোমনাথ পাল বলেন, ‘‘পানশালার মামলাটি ফের ৩ অক্টোবর উঠবে। ওইদিন মামলার কেস ডায়েরি জমার নির্দেশ দিয়েছে বিচারক।’’