ভাঙচুরের তদন্ত করতে নয়া কমিটি

হস্টেলে ডিএসও’র ছাত্রদের ঘরের দরজা ভেঙে জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠন করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হস্টেলের সমস্যা নিয়ে বৈঠক ডাকেন কর্তৃপক্ষ। সেখানেই বিষয়টি ঠিক হয়। বৈঠকের সময় দফতরের বাইরে অবস্থানে বসে ডিএসও সমর্থক পড়ুয়ারা।

Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৪
Share:

হস্টেলে ডিএসও’র ছাত্রদের ঘরের দরজা ভেঙে জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠন করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হস্টেলের সমস্যা নিয়ে বৈঠক ডাকেন কর্তৃপক্ষ। সেখানেই বিষয়টি ঠিক হয়। বৈঠকের সময় দফতরের বাইরে অবস্থানে বসে ডিএসও সমর্থক পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ সমীর ঘোষ রায় বসেন, ‘‘কমিটি গঠন করা হয়েছে। সেই মতো রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’ সম্প্রতি ডিএসও’র দুই ছাত্রকে জুনিয়র বয়েজ হস্টেল ছেড়ে নিউ বয়েজ হস্টেলে যেতে বলা হয়। কিন্তু তাঁরা যেতে চাইছে না বলে তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করে। কলেজের নতুনদের সঙ্গে পরিচয় পর্বের অনুষ্ঠানে ছাত্র সংসদের প্রতিনিধি ডিএসও’র এক ছাত্রকে ঢুকতে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ ওঠে। তা নিয়ে প্রতিবাদ জানালে এবং দোষীদের শাস্তির দাবি তুললে হস্টেলে তাদের ঘরে টিএমসিপি ভাঙচুর চালায় বলে অভিযোগ। টিএমসিপি অভিযোগ অস্বীকার করেছে। সমস্যা নিয়ে এ দিন কলেজ কর্তৃপক্ষ বৈঠক ডাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement