—প্রতিনিধিত্বমূলক ছবি।
লোকালয়ে দাপিয়ে বেড়ালো বাইসনের দল। সোমবার মাঝরাতে। বন দফতর সূত্রে খবর, জলদাপাড়ার জঙ্গল থেকে আট-ন’টি বাইসন রাতের অন্ধকারে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ে। রাতে ফালাকাটা ব্লকের ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েতের শিশারগড়, কালীপুর, লালেরটারি এলাকা ঘুরে আসাম মোড়, বংশীধরপুর হয়ে মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বুড়ি তোর্সা নদীপারের লাফাবারি কালীবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ঢোকে বাইসনগুলি।
মঙ্গলবার ভোরে সেখানেই বাইসনগুলিকে দেখতে পান এলাকাবাসী। খবর যায় বন দফতরে। জলদাপাড়া সাউথ রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাইসনগুলিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার সকালে নদী পার করে ফের জঙ্গলে ফিরে যায় বাইসনগুলি।
এলাকায় বাইসন ঢোকার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। বাইসন তাড়াতে থালা-বাসন বাজানোর পাশাপাশি বাজি-পটকাও ফাটান স্থানীয় বাসিন্দারা। ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার বলেন, ‘‘বন্যজন্তুরা স্বাভাবিক নিয়মেই ঘুরতে ঘুরতে অনেক সময়ে লোকালয়ে ঢুকে পড়ে। তবে এ দিন ওই সব এলাকায় তারা কোনও ক্ষয়ক্ষতি করেনি।’’
মাথাভাঙা বন দফতরের আধিকারিক সজল পাল জানান, লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবারি বাইসনের দল দেখতে পান এলাকাবাসী। পরে, বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বাইসনগুলিকে জলদাপাড়ার জঙ্গলে ফেরত পাঠানো হয়।