ক্যান্সারে আক্রান্ত এক রোগিণী ও তাঁর পরিবারকে হয়রানির অভিয়োগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিয়োগের তির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধেই। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনা। পরিবারের অভিযোগ, ফালাকাটার ভুটনিরঘাটের বাসিন্দা অসুস্থ বাসনা সরকারকে হাসপাতালে ভর্তি করাতে গেলে তার পরিবারকে নাজেহাল হতে হয় বলে অভিযোগ। অভিযোগ, জরুরি বিভাগে ভর্তি করাতে গেলে তাঁদের ওয়ার্ডে পাঠানো হয়। ফের ওয়ার্ড থেকে নার্স তাঁদের জরুরি বিভাগ থেকে টিকিট করিয়ে আনতে বলেন। ফের জরুরি বিভাগে গেলে দেখেন ‘ডিউটি’ বদল হওয়ায় অন্য চিকিৎসক এসেছেন। তিনি ওয়ার্ড থেকে লিখিয়ে আনার পরামর্শ দেন। কিন্তু নার্স জানান তিনি কোনও লিখিত দেবেন না।শেষ পর্যন্ত ডেপুটি সুপার নিজেই সই করে ভর্তির ব্যবস্থা করেন। হাসপাতালের সুপার নির্মল বেরা বলেন, ‘‘এটা কাম্য নয়।’’