তিস্তা নদীতে জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে মেখলিগঞ্জের ৭০ টি পরিবার। বুধবার সকাল থেকেই নদীর জল বেড়ে যায়। হলুদ সংকেত জারি করা হয়েছে। প্রশাসন দিনভর মাইকে প্রচার করে বাসিন্দাদের ত্রাণশিবিরে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছে। প্রশাসন সূত্রের খবর, ব্লকের নিজতরফ ও কুচলিবাড়ি এলাকায় নদী চর সংলগ্ন কিছু এলাকায় জল ঢুকেছে। ওই এলাকার বাসিন্দারা কাছেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হলে যাতে কারও কোনও বিপদ না হয় সে জন্য বিএসএফের সঙ্গে কথা বলেছে প্রশাসন। তৈরি রয়েছে মহকুমা ও ব্লক পর্যায়ের বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। মেখলিগঞ্জের বিডিও বিরূপাক্ষ মৈত্র বলেন, “শুকনো খাবার দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা সবরকম ভাবে প্রস্তুত আছি।” জেলার তোর্সা ও মানসাই নদীতে খানিকটা জল বাড়লেও কোনও সঙ্কেত নেই। তোর্সা সংলগ্ন কোচবিহারের টাকাগছ এলাকাতে জল ঢুকে এলাকা প্লাবিত হয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।