—নিজস্ব চিত্র।
ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে অগ্নিকাণ্ড। রবিবার মালদহ স্টেশন ছাড়ার সময় তিনসুকিয়াগামী ট্রেনটিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। এর পরেই জরুরি ব্রেক কষে দাঁড় করানো হয় ট্রেনটিকে।
রেল সূত্রে খবর, শীতাতপ নিয়ন্ত্রিত বি১ কোচে আগুন লাগে। ট্রেনটিকে আপাতত মালদহ স্টেশনে দাঁড় করিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল বি১ কোচটি থেকে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের উৎস কী, তা বোঝার চেষ্টা করছেন রেলকর্মীরা। রেলের একটি সূত্রে জানা গিয়েছে, বি১ কোচটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ পরিবর্তনের পরেই ট্রেনটি ছাড়া হতে পারে।
এই ঘটনা কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তবে রেল সূত্রে খবর, ধোঁয়া বেরোতে দেখেই ট্রেনটিকে দাঁড় করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যযার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।