সর্বস্বান্ত হয়ে গেল গোটা পরিবার! নিজস্ব চিত্র।
মশার উপদ্রব থেকে বাঁচতে গোয়ালঘরে ধোঁয়া দিয়ে রাতে ঘুমিয়েছিলেন সকলে। সেই ধূপের আগুনে ঘরবাড়ি জ্বলে পুড়ে সর্বস্বান্ত হয়ে গেল গোটা পরিবার! বৃহস্পতিবার মালদহের চাঁচল-২ ব্লকের হারোহাজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ইটভাটার শ্রমিক রশিদ আলির বাড়িতে। পরিবার সূত্রে খবর, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে!
স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে আগুন লাগে রশিদের বাড়িতে। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবার জানিয়েছে, গোয়ালঘরের মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল রাতে। সেই আগুন থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করছে পরিবার। আগুনে তাদের তিনটি ঘর পুড়ে গিয়েছে। ছাই হয়ে গিয়েছে বাড়িতে মজুত ধান, গম। জখম হয়েছে ৮টি গবাদি পশুও।
পরিবারের দাবি, বাড়ির মেয়ের বিয়ের জন্য তিলে তিলে জমানো টাকা, সোনাগয়না সবই পুড়ে গিয়েছে। বাড়ির সদস্য মেহেরুন বিবি বলেন, ‘‘মাস দু’য়েক পরে মেয়ের বিয়ে। বাড়িতে নগদ এক লক্ষ টাকা, সোনাগয়না ছিল। সব পুড়ে গিয়েছে। এখন কী করব, ভেবে পাচ্ছি না।’’