Jalpaiguri

আবার জলপাইগুড়িতে হাতির তাণ্ডব, জখম ১ শিশু-সহ ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২০
Share:

আবার লোকালয়ে দলছুট হাতির তাণ্ডব। রবিবার ভোরে এক দলছুট হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ১৫টি শ্রমিক আবাস। হাতির হামলায় আহত ১ শিশু-সহ ২। জলপাইগুড়ির বানারাহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের ফাক্টরি লাইন ও স্কুল লাইন এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল টানা ৪ ঘন্টা ধরে তাণ্ডব চালায়। বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসতে হয় এলাকাবাসীকে। পালাতে গিয়ে পায়ে আঘাত পান এক মহিলা। হাতির হানায় দেওয়ালের ইট মাথায় পড়ে চোট লাগে ১০ বছরের কিশোরের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ির বন দফতর। বন দফতর জানিয়েছে, বানারহাট থানা থেকে গ্রামে হাতি ঢোকার ফোন পেয়েই কর্মীরা গিয়ে হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসে। আহত ব্যক্তিদের বিষয়টি জানালে তাঁদের চিকিৎসার ব্যবহাও করা হবে বলে জানানো হয়েছে বন দফতর থেকে।

জলপাইগুড়ির অনরারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ‘‘তোতাপাড়া চা বাগান এলাকায় দলছুট হাতি তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে। তা হলে ক্ষতিপূরণ মিলবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে বন দফতর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement