Elephant At North Bengal University

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি! আবাসিকদের হস্টেলে থাকার নির্দেশ কর্তৃপক্ষের, শোরগোল

শুক্রবার মধ্যরাতে বাগডোগরার জঙ্গল থেকে মাকনা হাতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা চা বাগান হয়ে পাইনের জঙ্গলে ঢুকে পড়ে। তার আগে ক্যাম্পাসের মাঝে দাপিয়ে বেড়ায় হাতিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:১০
Share:
Elephant

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতি! —নিজস্ব চিত্র।

বাগডোগরার জঙ্গল থেকে আবার লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি। এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে হাতিটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক থেকে সাধারণ মানুষের মধ্যে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে বাগডোগরার জঙ্গল থেকে মাকনা হাতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা চা বাগান হয়ে পাইনের জঙ্গলে ঢুকে পড়ে। তার আগে ক্যাম্পাসের মাঝে দাপিয়ে বেড়ায় হাতিটি। ছেলে এবং মেয়েদের হস্টেলের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে ক্যাম্পাসে থাকা জঙ্গলে চলে যায় সে। তড়িঘড়ি বনকর্মীদের খবর দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বেশ কিছু ক্ষণ পরে বাগডোগরা বনবিভাগ, শুকনা রেঞ্জের বনকর্মীরা এবং এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা যান ঘটনাস্থলে। হাতিটিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জঙ্গলেই দেখতে পান বনকর্মীরা।

ওই খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখতে ভিড় উপচে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তখন পরিস্থিতি এমন হয় যে, ভিড় সামাল দিতে বাগডোগরা থানায় খবর দিতে হয়। হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। এই ঘটনার জেরে সাবধানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, আপাতত পড়ুয়াদের কেউ যেন হস্টেলের বাইরে না বেরোন। কারণ, দিন দিনের বেলায় হাতিটিকে জঙ্গল থেকে বার করা সম্ভব নয়। অন্ধকার হলে বন বিভাগ হাতিটিকে ‘কর্ডন’ ও ‘গাইড’ করে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করবে।

Advertisement

কার্শিয়াং বনবিভাগের এডিএফও রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘‘সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতিটি হয়তো খাবারের খোঁজেই ক্যাম্পাসে ঢুকে পড়েছে। তবে এখনও কাউকে আক্রমণ করা বা কোনও ক্ষয়ক্ষতি করেনি সে। আমরা হাতিটিকে ঘিরে রেখেছি। রাত হলে হাতিটিকে ‘গাইড’ করে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement