শংসাপত্রের আশ্বাসেও অসন্তোষ

অবশেষে মালদহের গনিখান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পড়ুয়াদের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের শংসাপত্র দিতে উদ্যোগী হল রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০২:২২
Share:

অবশেষে মালদহের গনিখান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পড়ুয়াদের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের শংসাপত্র দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শংসাপত্র দেওয়া হবে। বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানালেন অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল।

Advertisement

মাস খানেক ধরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে অচলাবস্থা চলছে গনিখান চৌধুরী কারিগরি কলেজে। দেবতোষবাবু বলেন, ‘‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন দফতরের চিঠি আমরা হাতে পেয়েছি। কলেজে গিয়ে ছাত্র ছাত্রীদের তা জানানোও হয়েছে। দু’একদিনের মধ্যে লিখিত ভাবে তা জানানো হবে। ছাত্র ছাত্রীদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন উদ্যোগ নিয়েছেন। আশা করি এর ফলে অচলাবস্থা কাটবে।’’

এ দিকে, সাময়িক ভাবে আন্দোলন তুলে নিলেও বৈঠকের পরেই আগামী দিনের কর্মসূচি ঠিক করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তাদের বক্তব্য, ‘‘কেন্দ্র সরকারের অনুমোদিত কলেজে আমরা ভর্তি হয়েছি। এখন রাজ্য সরকার আমাদের শংসাপত্র দিচ্ছে। কেন্দ্র সরকারের কলেজেও পড়েও আমাদের শংসাপত্র নিতে হচ্ছে রাজ্যের।’’

Advertisement

রাজ্যের বাইরে এই শংসাপত্র কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন দফতরের আধিকারিক দীপঙ্কর চক্রবতী বলেন, ‘‘আমরা পলিটেকনিক এবং আইটিআই কলেজের শংসা পত্র দিয়ে থাকি। আমাদের দেওয়া শংসাপত্র সমস্ত জায়গায় মান্যতা পাবে। আশাকরি ছাত্র ছাত্রীরা তা বুঝতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement