Dengue

Dengue: করোনার আতঙ্কের মাঝেই ডেঙ্গির থাবা ধূপগুড়িতে, এখনও পর্যন্ত আক্রান্ত ন’জন

ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে ধূপগুড়ি পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২২:৪৬
Share:

—নিজস্ব চিত্র।

করোনার আতঙ্কের মাঝেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভাইরাল ফিভার। এই আবহেই ডেঙ্গিতে আক্রান্তের হদিশ মিলল ধূপগুড়িতে। এর জেরে জলপাইগুড়ি জেলা প্রশাসন তথা স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত এই মরসুমে ন’জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা শনিবার ডেঙ্গি ধরা পড়েছে। এর আগে এই ওয়ার্ডেই এক যুবতী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। যদিও পুরসভার দাবি, দু’মাস আগে ওই যুবতী অসম থেকে এখানে এসেছিলেন। সে সময়ই তিনি ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। তবে যুবতীর পরিবারের পাল্ট দাবি, এত দিন পর্যন্ত তাঁর জ্বর ছিল না।

ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু করেছে ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিংহের দাবি, ‘‘এক জন ডেঙ্গি আক্রান্তের খবর পেয়েছি আমরা। তিনি ধূপগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছু দিন আগে তিনি অসমে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁর ডেঙ্গি ধরা পড়েছে। তবে অন্য কারও ডেঙ্গি হয়েছে বলে প্রমাণ মেলেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement