Sourced by the ABP
প্রকল্পের নাম কেন্দ্রের হোক বা রাজ্যের। আসল ঘটনা হল জল সমস্যা মিটছেই না আলিপুরদুয়ারের বহু এলাকায়। তীব্র গরমের আগে যা নিয়ে চিন্তায় জেলার মানুষ।
প্রশাসন সূত্রের খবর, ২০২০ সাল জল প্রকল্পের কাজ শুরু হয় আলিপুরদুয়ারে। এই প্রকল্পের অধীনে জেলায় ৩ লক্ষ ৬৫ হাজার বাড়িতে পরিস্রুত জল যাওয়ার কথা। কিন্তু আলিপুরদুয়ার জনস্বাস্থ্য কারিগরি দফতর বা পিএইচই-র হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলার ২ লক্ষ ৯ হাজার বাড়িতে জলের পাইপ লাইন পৌঁছেছে। আর সেই পাইপ লাইন থেকে জল যাচ্ছে মাত্র প্রায় এক লক্ষের কাছাকাছি বাড়িতে।
ফলে বাকি বাড়িগুলিতে পানীয় জলের ব্যবস্থা হবে কী ভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও জনস্বাস্থ্য কারিগরি দফতর্র মুখ্য বাস্তুকার ধীরাজ মণ্ডল আশ্বাস দিয়েছেন, “চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই যাতে জেলার প্রতি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমাদের দফতর কাজ করে চলছে।”
জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রের খবর, কোনও-কোনও উঁচু এলাকায় জলস্তর না-পাওয়া নিয়েই আলিপুরদুয়ার জেলায় গোটা প্রকল্প বাস্তবায়নে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন দফতরের আধিকারিক ও বাস্তুকারেরা। তার পরেও অবশ্য চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই গোটা জেলায় এই প্রকল্প চালু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। পিএইচইচ-র জেলা আধিকারিকদের অভিযোগ, প্রকল্পে কেন্দ্রের তরফে তাঁদের বকেয়া প্রায় ৬৫কোটি টাকা। কিন্তু কেন্দ্র সেই টাকা আটকে রাখায় সম্প্রতি রাজ্যের তরফে এই প্রকল্প বাস্তবায়নে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই অর্থে ফের জোর গতিতে কাজ শুরু হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে