জেলার কংগ্রেস ও সিপিএম নেতারা কাছাকাছি পৌঁছেছেন এমনটা জানাজানি হতেই বামফ্রন্টের শরিকি কোন্দল প্রকাশ্যে এল আলিপুরদুয়ারে৷
পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, যে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু- সহ অন্যান্য বাম শরিক দলের রাজ্য সম্পাদকদের কাছে বড় শরিক সিপিএম নেতাদের বিরুদ্ধে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আরএসপি নেতারা৷ যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বামফ্রন্টের অন্দরে৷
ফ্রন্ট সূত্রের খবর, এ বারের পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারেও বামফ্রন্টগতভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতারা৷ যেখানে তাঁরা প্রার্থী দিতে পারবেন না সেখানে এসইউসিআই, সিপিআই (এম এল) কিংবা পিডিএসের প্রার্থী থাকলে তাঁদের সমর্থন জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি ওই দলগুলির কোনও অস্তিত্ব না থাকলে নিজেদের মধ্যে আলোচনায় বসে স্বচ্ছ ভাবমুর্তির কোনও নির্দল প্রার্থীকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জেলা বামফ্রন্টের নেতারা৷
কিন্তু মনোনয়নপত্র জমা পড়া শুরু হতেই অনেক জায়গাতেই এর উল্টো ঘটনা ঘটতে শুরু করে৷ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারাতে বামফ্রন্টের ‘হুইপ’ অমান্য করে নিচুতলায় বিভিন্ন জায়গায় কংগ্রেসের সঙ্গে সিপিএম অলিখিত আসন সমঝোতা করে বলে অভিযোগ আরএসপির৷ যা নিয়ে ক্ষোভ বাড়ছিল শরিক দলের নেতাদের মধ্যে৷ এরই মধ্যে শুক্রবার দুপুরে সিপিএমের জেলা অফিসে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের উপস্থিতিতে ক্ষোভের আগুনে ঘি পড়ে।
আরএসপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল বণিকের অভিযোগ, এটা তাঁদের ঘোষিত অবস্থানের বিরোধী৷ তিনি বলেন, ‘‘এমন ঘটনা মোটেই পাশ কাটিয়ে যাওয়া যায় না৷ আসলে বামফ্রন্টের অবস্থানের বাইরে গিয়ে অনেক জায়গাতেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে সিপিএম৷ এমনকি জটেশ্বর, পরোরপাড়, মাঝেরডাবরি-সহ অনেক জায়গায় আমাদের আরএসপি প্রার্থীদের বিরুদ্ধে নির্দল গোঁজ প্রার্থীও দাঁড় করিয়েছে সিপিএম৷ তাই আমরা বামফ্রন্টের চেয়ারম্যান ও আরএসপি-র রাজ্য সম্পাদক সহ বামফ্রন্টের অন্যান্য শরিকদলের রাজ্য নেতাদেরও চিঠি পাঠাচ্ছি৷ আলিপুরদুয়ার জেলায় সিপিএম কি করছে সেই তথ্য তাদের জানাব৷
যদিও আরএসপি-র অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতারা৷ দলের নেতা তথা বামফ্রন্টের জেলা আহ্বায়ক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, ‘‘আমরা আমাদের ঘোষিত অবস্থানেই রয়েছি৷ কখনই বলিনি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো। বরং আমাদের কাছে খবর রয়েছে নিচু তলায় অনেক জায়গায় আরএসপি কংগ্রেসের সঙ্গে জোট করেছে৷’’