রাতারাতি সুর বদল দীপায়নের

২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে ফেললেন শিলিগুড়ি পুরসভার সিপিএম কাউন্সিলর দীপায়ন রায়। শুক্রবার লিখিত বিবৃতি দিয়ে তিনি জানান, কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ডে উন্নয়নের দাবি জানিয়েছেন। ওয়ার্ডে উন্নয়ন কাজে দেরি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০২:০১
Share:

২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে ফেললেন শিলিগুড়ি পুরসভার সিপিএম কাউন্সিলর দীপায়ন রায়। শুক্রবার লিখিত বিবৃতি দিয়ে তিনি জানান, কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ডে উন্নয়নের দাবি জানিয়েছেন। ওয়ার্ডে উন্নয়ন কাজে দেরি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই পুরবোর্ডের বিরুদ্ধে তিনি নন। তাঁর কথায়, ‘‘বাম কাউন্সিলর হিসেবেই দায়িত্ব পালন করে যাব।’’

Advertisement

বৃহস্পতিবার তিনি অভিযোগ করেছিলেন তাঁর ওয়ার্ডে গত দু’বছর ধরে উন্নয়নের কোনও কাজ হয়নি। যা কাজ তার সমস্তই হয়েছে মেয়র এবং মেয়র পারিষদদের ওয়ার্ডগুলোতে। সোমবারের মধ্যে তাঁর ওয়ার্ডে উন্নয়নের ব্যবস্থা না-করা হলে তিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এক দিনের মধ্যে অবস্থান বদল করলেও দীপায়নবাবুর এই পদক্ষেপে ফের শিলিগুড়ি পুরবোর্ডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। এর উপর বৃহস্পতিবার সকালে কংগ্রেসের পরিষদীয় দলনেতা সুজয় ঘটক পর্যটনমন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেবের বাড়িতে যান।

এই পরিস্থিতিতে বর্তমান পুর বোর্ডের বিরুদ্ধে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুললেন অশোক ভট্টাচার্য। শুক্রবার অশোকবাবু বলেন, ‘‘রাজ্য সরকার যেমন অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছে না, তেমনই শাসক দলের পক্ষে নানা ধরনের যড়যন্ত্র চলছে এই পুরবোর্ডের বিরুদ্ধে। এই পুরবোর্ডকে বিরোধীরা মানতে পারছেন না।’’

Advertisement

সুজয়বাবুর বক্তব্য, ‘‘কোনটা বিভ্রান্তি, ষড়যন্ত্র তা বোঝার ক্ষমতা মানুষের রয়েছে। তাঁর দলের কাউন্সিলর সকালে ক্ষোভ প্রকাশ করছেন। বিকেলে তিনি তাঁকে বোঝাচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement