প্রতীকী ছবি।
চিকিৎসায় গাফিলতিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগের ঘটনায় বড় ধাক্কা খেল জলপাইগুড়ি বাবুপাড়ার বেসরকারি নার্সিংহোম৷
বুধবার ওই নার্সিংহোমের ৩ চিকিৎসক সহ ৫ জনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল জলপাইগুড়ি আদালত৷ এক নার্সের আগাম জামিন মঞ্জুর করেছে আদালত৷ জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জামিন খারিজ হওয়া পাঁচ জনের আইনজীবীরা৷
জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকার ওই নার্সিংহোমে গত ১১ এপ্রিল মীনা ছেত্রী (৬২) নামে রেসকোর্স পাড়ার বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়৷ বাড়ির লোকেরা অভিযোগ করেন, মীনাদেবীকে ভেন্টিলেশন সিস্টেমে রাখা হলেও যন্ত্র খারাপ ছিল৷ তাঁরা পুলিশের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন৷
দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দফতর থেকে পাঠানো রিপোর্টেও নার্সিংহোমের গাফিলতির কথা বলা হয়৷ এরপরে গ্রেফতার হওয়া রুখতে আদালতে আগাম জামিনের আবেদন করেন তিন চিকিৎসক সহ ছয় জন৷ যার শুনানি ছিল বুধবার৷
পুলিশ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ছাড়া অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ৩০৪ ধারায় মামলা রুজু করে৷ আদালত সূত্রের খবর, দুই পক্ষের শুনানির পর জলপাইগুড়ির জেলা ও দায়রা বিচারক সোমনাথ বন্দ্যোপাধ্যায় শুধু নার্স অরুণা সিংহের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন৷ তিনি চিকিৎসক প্রদীপ বর্মা, কুমার অতনু, শ্যামসুন্দর বসু, নার্সিংহোমের ম্যানেজার সুভাষ বন্দ্যোপাধ্যায় ও টেকনিশিয়ান রানা দাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।