শিবির: কালচিনি চা বাগানের আউট ডিভিশনে করোনা পরীক্ষা চলছে। বুধবার। নিজস্ব চিত্র।
করোনা রোগীদের দ্রুত চিহ্নিত করতে এ বার আলিপুরদুয়ারের চা বলয়ে পরীক্ষায় জোর দিল প্রশাসন। বুধবার থেকে কালচিনিতে বাগানে শিবির করে চা শ্রমিক ও ভিন্ রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষা শুরু হল। শ্রমিকদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে মাঝেরডাবরি চা বাগানে গরম বাষ্পের ভাপ নেওয়ার ব্যবস্থা চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এরই মধ্যে কোভিড পজ়িটিভ আরও দুই রোগীর মৃত্যু হল আলিপুরদুয়ারে।
দ্বিতীয় ঢেউয়ে করোনার প্রকোপ বাড়তেই পরীক্ষায় জোর দিয়েছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। জেলার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চলছে করোনার পরীক্ষা। প্রশাসন সূত্রের খবর, বারবার প্রচার করা সত্ত্বেও চা বলয়ের বাসিন্দা বা শ্রমিক পরিবারের অনেকেই করোনার পরীক্ষা করাতে যেতে চান না। এ দিকে, দেশজুড়ে করোনা বাড়তে থাকায় কাজের খোঁজে ভিন্ রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরতে শুরু করেছেন। যাঁদের একটা বড় অংশ আবার চা বলয়ের বাসিন্দা। এই পরিস্থিতিতে এ দিন প্রশাসন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে বাগানের ভিতরেই শিবির করে শ্রমিক ও সেখানকার বাসিন্দাদের করোনা পরীক্ষার কাজ শুরু হল।
প্রশাসন সূত্রের খবর, এ দিন কালচিনি চা বাগানের আউট ডিভিশনে ১৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে তিনজনের করোনা পজ়িটিভ ধরা পড়ে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেন, ‘‘তিন করোনা পজ়িটিভ রোগীকে এ দিন চিহ্নিত না হলে, তাঁদের থেকে আরও অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকতো। সেজন্যই আমরা এ বার চা বলয়ে করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছে। এজন্য শ্রমিকদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে না। ব্লকের ২১টি বাগানেই শিবির করে করোনার পরীক্ষা করা হবে।’’
শ্রমিকদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে চলতি সপ্তাহেই মাঝেরডাবরি চা বাগানে গরম বাষ্পের ভাপ নেওয়ার ব্যবস্থা চালু হয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রেসার কুকার ও পাইপ লাইনের সাহায্যে নিজেরাই বাগানের তিনটি জায়গায় এই ভাপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাগান ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন, এক-একটি জায়গায় একসঙ্গে পাঁচজন করে ভাপ নিতে পারবেন। আগামীদিনে, বাগানের আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, করোনা রোগীর মৃত্যুও অব্যাহত আলিপুরদুয়ারে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ দিন তপসিখাতা কোভিড হাসপাতালে ৩৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ফালাকাটাতেও এক ব্যক্তির এ দিন মৃত্যু হয় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।