প্রতীকী ছবি
মাটিগাড়ার কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত আরও দুই রোগী। ওই দু’জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক নার্সের স্বামী এবং তাঁর দেড় বছরের শিশুকন্যা। রবিবার ছাড়া পেয়েছেন তাঁরা। ওই নার্স এবং তাঁর মাও আক্রান্ত ছিলেন করোনায়। তাঁরাও সম্প্রতি সুস্থ হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল সংলগ্ন আবাসনে ফিরেছেন। সেই সময় তাঁদেরকে স্বাগত জানান সহ আবাসিকরা। ওই আবাসনটিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। রবিবার ওই নার্সের স্বামী এবং তাঁর মেয়ে আবাসনে ফিরলে তাঁদেরও স্বাগত জানান অন্য আবাসিকরা। তাঁরা ওই পরিবারকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।
ওই দু’জন ছাড়া পাওয়ার কোভিড হাসপাতালে এখনও ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান স্বাস্থ্যকর্তারা। কোভিড হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার পার্থপ্রতিম পাল বলেন, ‘‘ওই দুই রোগী পুরোপুরি সুস্থ হয়েছে বলে তাঁদের ছাড়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।’’ কাওয়াখালিতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (সারি) কেন্দ্রে রবিবার নতুন করে ভর্তি হয়েছেন প্রধাননগর থানা এলাকার একটি নার্সিংহোমের এক চিকিৎসক। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, তাঁর করোনার উপসর্গ রয়েছে। সারি কেন্দ্র থেকেই তাঁর লালারসের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। রবিবার পর্যন্ত সারি কেন্দ্রে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের যে ২৬ জন চিকিৎসক স্বাস্থ্যভবনের বিশেষ গাড়িতে কলকাতা থেকে ফিরেছিলেন, তাঁদের মধ্যে কার্শিয়াঙেরও এক চিকিৎসক ছিলেন। তাঁকে বাড়িতেই কোয়রান্টিন করা হয়েছে। ওই চিকিৎসক কার্শিয়াঙের একটি চেম্বারে রোগী দেখেছিলেন বলে সূত্রের দাবি। সেই চেম্বারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও বাড়িতে কোয়রান্টিন করা হয়েছে বলে জানায় ওই সূত্র।