Coronavirus in West Bengal

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশ রায়ের

বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র বিকাশের করোনা রিপোর্ট সম্প্রতি পজিটিভ এসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ২৩:৫৮
Share:
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশ রায়।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশ রায়। ফাইল চিত্র।

কোভিডে আক্রান্ত মারা গেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশ রায়। সোমবার সন্ধ্যার মৃত্যু হয় তাঁর। তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। বিকাশের করোনা রিপোর্ট সম্প্রতি পজিটিভ এসেছিল।

Advertisement

মালদহ জেলা প্রশাসন জানিয়েছে, বিকাশ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের মৃত্যু হয়েছে। তিনি ইংলিশ বাজারের বাসিন্দা ছিলেন। পেশায় রফতানিকারক সমীর চলতি বিধানসভা নির্বাচনে বৈষ্ণবনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Advertisement

(এই খবর প্রথম প্রকাশের সময়, ভুলবশত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশ রায়ের বদলে নির্দল প্রার্থী সমীর ঘোষের ছবি প্রকাশিত হয়েছিল এবং তাঁকে বিকাশ রায় বলে উল্লেখ করা হয়েছিল। এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement