কৌশিক সাহা।
কর্মসংস্কৃতি বাড়াতে বিভিন্ন দফতরে আচমকা হানা দিচ্ছেন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা।
প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, বুধবার বিকেলে তিনি হঠাৎই কৃষি দফতরের অধীন একাধিক অফিস পরিদর্শনে যান। হাজিরা খাতায় ওই দফতরের একটি প্রশিক্ষণ কেন্দ্রের এক আধিকারিকের অনিয়মিত সই দেখে ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার তাঁকে শো-কজ করেছেন জেলাশাসক। গত চার মাসে এ নিয়ে তিনটি দফতরের ১০ জনের বেশি কর্মীকে ‘কর্তব্যে গাফিলতি’র জন্য কারণ দর্শানোর নোটিস দিল প্রশাসন। জেলাশাসক বলেন, “দায়িত্ব পালনে যারা গাফিলতি করছেন তাদের চিহ্নিত করতেই বিভিন্ন অফিসে আচমকা পরিদর্শন করছি। কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।” ২ জুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন কৌশিকবাবু। জুলাইয়ে তিনি কোচবিহার জেলা পরিষদ দফতরে আচমকা হানা দেন। অভিযোগ, সে সময় কর্মীদের কয়েকজন মাত্র নির্দিষ্ট চেয়ারে ছিলেন। তাঁদের কেউ সংবাদপত্র পড়তে ব্যস্ত ছিলেন, কেউ আবার গল্পগুজব করছিলেন। তারপরেই সেখানকার চার কর্মীকে শো-কজ করা হয়। কিছু দিন পরে একই ভাবে আঞ্চলিক পরিবহণ দফতরেও অভিযান চালান তিনি। সেখানেও অফিসের ফাইল বাইরে পড়ে ছিল বলে অভিযোগ। ওই ঘটনার জেরে সুফলও মিলেছে বলে দাবি। আঞ্চলিক পরিবহণ দফতরের এক পরিদর্শকের বক্তব্য, নাগরিকদের সাহায্যের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে। দালাল দৌরাত্ম্যের অভিযোগ নিয়েও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।