মদের বোতল হাতে এক কিশোরের সঙ্গে পড়ুয়াদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তুফানগঞ্জের একটি স্কুলের মাঠে ওই আসর বসেছিল। তা জানাজানি হতেই বাসিন্দারা ওই স্কুলে গিয়ে স্মারকলিপি দিয়েছেন।
স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ছবিটি যেখানে তোলা হয়েছে তার পেছনে টিনের ক্লাসঘর রয়েছে। ওই স্কুলে ও রকম কোনও ঘর নেই। পুরো ভবনই নীল সাদা রঙের। এমনকী ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা তাঁদেরই পড়ুয়া কিনা তা স্পষ্ট হয়নি। প্রধান শিক্ষক বলেন, “ছবিতেই স্পষ্ট আমাদের স্কুল চত্বরের পরিবেশ ওটা নয়। আমাদের স্কুলের মাঠে ও রকম কোনও ঘটনাও হয়নি। স্কুলের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হতে পারে। শনিবার পুরো বিষয়টি পরিচালন সমিতির বৈঠকে আলোচনা করা হবে।”
কোচবিহারের ডিআই (মাধ্যমিক) বালিকা গোলে বলেন, “বিষয়টি শুনেছি। ওই ঘটনা কোচবিহারের কোনও স্কুলে কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। ওই ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।” কয়েক জন অভিভাবক জানিয়েছেন, ছবিতে স্কুল পোশাকে পড়ুয়ারা থাকায় তাদের উদ্বেগ বেড়েছে।