রেফার নিয়ে টানাপড়েন

সূত্রের খবর, বিষয়টি নিয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০২:১৭
Share:

প্রতীকী ছবি।

রোগী রেফার নিয়ে একাধিকবার নিজেদের কড়া অবস্থানের কথা জানিয়েছে রাজ্য সরকার৷ আর এ বার সেই রোগী রেফার নিয়েই সংঘাতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ৷

Advertisement

সূত্রের খবর, বিষয়টি নিয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ শুধু তাই নয়, সমস্যার কথা রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কানেও পৌঁছেছে৷ যার জেরে রোগী রেফার নিয়ে স্বাস্থ্য ভবনের এক কর্তাও সম্প্রতি জলপাইগুড়ির এক স্বাস্থ্য কর্তার সঙ্গে কথা বলেন৷ যদিও রেফার নিয়ে তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর৷ পাশাপাশি মেডিক্যাল কলেজের সঙ্গে কোনও সংঘাতের কথাও মানতে চাননি তাঁরা৷

প্রতিদিনই প্রচুর রোগী নানান রোগ নিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন৷ তাদের মধ্যে কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিস্থিতি বুঝে তাকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়ে থাকে৷ কিন্তু অভিযোগ, সম্প্রতি জলপাইগুড়ি থেকে জ্বরের রোগীকেও রেফার করা নিয়ে অসন্তুষ্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তাদের একাংশ৷ সূত্রের খবর, দিন কয়েক আগে সেখানকার এক কর্তা জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তাকে সরাসরি তাদের সেই অসন্তোষের কথা জানান৷ তারপর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে ফোন করে বিষয়টি জানতে চান স্বাস্থ্য ভবনের এক কর্তা।

Advertisement

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য কর্তাদের দাবি, জলপাইগুড়ি জেলার কিছু এলাকা শিলিগুড়ি পুর নিগমের অধীনে পরে৷ ওইসব এলাকার লোকেরা কিছু হলে সরাসরি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চলে যান৷ কিন্তু খাতায় কলমে যেহেতু তারা জলপাইগুড়ি জেলার তাই মেডিক্যাল কলেজ থেকে বলা হয়, তাদের রেফার করা হয়েছে৷

এই তথ্য ঠিক নয়৷ সিএমওএইচ-এর সাফ কথা, ‘‘রেফার নিয়ে ভুল তথ্য দিচ্ছে মেডিক্যাল কলেজ৷ বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলার হাসপাতালগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে৷ যেখানে বলা রয়েছে, শুধুমাত্র চিকিৎসকরা চাইলেই কাউকে রেফার করতে পারবেন না৷ রেফার করতে হলে হাসপাতালের সুপার বা সিএমওএইচ-এর অনুমতি নিতে হবে৷’’

তবে বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজের সঙ্গে সংঘাতের কথাও মানতে চাননি সিএমওএইচ৷ তাঁর দাবি, এ ব্যাপারে মেডিক্যাল কলেজ কিংবা স্বাস্থ্য ভবনের কেউ তাঁকে কিছু বলেননি৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement