Jalpaiguri Medical College

চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ মেডিক্যালে

কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেন। চিকিৎসকদের পরামর্শ মেনে ৭ এপ্রিল ফের তাঁকে হাসপাতালের অস্থিরোগ বিভাগে ভর্তি করানো হয়।

অর্জুন ভট্টাচার্য  

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৮:২৮
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চিকিৎসার গাফিলতিতে রোগীj মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যালে। মেডিক্যালের অস্থিরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। তাঁর পরিবারের লোকেদের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হলেও ৭২ ঘণ্টায় কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংস্টাফদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির লোকেরা। হাসপাতালের সামনে তাঁরা ধর্নায় বসেন। মৃতার পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেডিক্যাল কর্তৃপক্ষ।

পারিবারিক সূত্রে খবর, ৩১ মার্চ জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া গ্রামের জানকী মালাকারের (৩৫) বাঁ পা ভেঙে যাওয়ায় মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেন। চিকিৎসকদের পরামর্শ মেনে ৭ এপ্রিল ফের তাঁকে হাসপাতালের অস্থিরোগ বিভাগে ভর্তি করানো হয়। ৯ এপ্রিল অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে আর দেখেননি।

জানকীর ছেলে রঞ্জিতের অভিযোগ, ‘‘তিন দিন ধরে মায়ের শারীরিক অবস্থা খারাপ হলেও কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। সোমবার ভোরে মা মারা যান। কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংস্টাফদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’’

মৃতার পরিবারের লোকেদের সঙ্গে হাসপাতালের সামনে ধর্নায় বসেন এলাকার প্রাক্তন তৃণমূলের উপপ্রধান তথা তৃণমূল এসএসসি এসটি সেলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার। তিনি বলেন, ‘‘সঠিক চিকিৎসা না পেয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংস্টাফদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানাব।’’ এ নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সহ-সভাপতি বুবাই কর বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে কোনও কাজ হবে না। রাজ্য জুড়েই এখন নৈরাজ্য চলছে।’’

পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেডিক্যালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাড়ির লোকেদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন