রাসমেলা। নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা মাথায় রেখে এ বার রাসমেলার আয়োজনে প্রস্তুতি নিচ্ছে কোচবিহার প্রশাসন।
মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর রাসমেলায় আসার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। আগেও কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে যান তিনি। গতবছর মুখ্যমন্ত্রীর নামে রাস উৎসবের সূচনার মুখে মদনমোহন মন্দিরে পুজো দেওয়া হয়। স্বাভাবিকভাবে তিনি রাসমেলায় আসার ব্যাপারে আগ্রহের কথা জানানোয় প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেননা প্রশাসন।
শুক্রবার কোচবিহার ল্যান্সডাউন হলে রাসমেলা আয়োজনের ব্যাপারে প্রশাসনিক বৈঠক হয়। প্রশাসন সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরের সম্ভবনা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। সেইসঙ্গে ‘ভিভিআইপি’ সফরের জন্য গাড়ি পার্কিং, যাতায়াতের বন্দোবস্ত যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারেও জোর দেওয়া হয়। পুলিশ কর্তাদের একাংশের বক্তব্য, আগেভাগে পরিকল্পনা করে সবকিছু চূড়ান্ত করা না হলে মেলার ভিড়ে পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে। তাই মুখ্যমন্ত্রীর সফরের সম্ভবনা মাথায় রেখে কোনও প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেননা তাঁরা। জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদেয়ন বলেন, “মুখ্যমন্ত্রী আসতে পারেন বলে শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে বলেছিলেন। সেটা ভেবেও কিছু ব্যবস্থা নিচ্ছি।”