India-Bangladesh Border

বাধা এলেও বেড়া বাঁধুন, নির্দেশ জারি

জলপাইগুড়িতে ১৯ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। ছ’টি গ্রাম কাঁটাতারের বেড়ার ও-পারে। গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত ৩০ কিমি জুড়ে কাঁটাতার বসাতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৭:০৫
Share:

— প্রতীকী চিত্র।

আপত্তি বা বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ যেন থমকে না থাকে—সূত্রের খবর, জলপাইগুড়ির উন্মুক্ত সীমান্ত নিয়ে এমনই নির্দেশ এসেছে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে। প্রয়োজনে, জমিদাতাদের অন্তত তিন থেকে পাঁচ গুণ বেশি ক্ষতিপূরণের প্রস্তাব দিতে পারে বিএসএফ। প্রশ্ন উঠেছে, উন্মুক্ত সীমান্তে বা এলাকা সম্প্রসারণ করে গ্রাম ঘিরে বেড়া বসানো নিয়ে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) আপত্তি করলে কী হবে! বিএসএফের এক কর্তার কথায়, “নির্দেশ এসেছে, বেড়া দেওয়া নিয়ে আপত্তি এলে কর্তৃপক্ষকে জানাতে হবে। কাজ থামানো যাবে না।” মালদহের সুকদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে কাজ বিজিবির বাধায় থমকে গিয়েছে বলে অভিযোগ, তা মঙ্গলবারও শুরু হয়নি।

Advertisement

জলপাইগুড়িতে ১৯ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। ছ’টি গ্রাম কাঁটাতারের বেড়ার ও-পারে। গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত ৩০ কিমি জুড়ে কাঁটাতার বসাতে হবে। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে, গত বছরের শেষের দিকে সে কাজ শুরু হয়। কিন্তু কিছু জায়গায় বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি ছিল। কিছু জায়গায় বিজিবির সঙ্গে আলোচনা না হওয়ায় কাজ থমকে যায়।

গত শুক্রবার জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন জেলা প্রশাসন এবং বিডিওদের সঙ্গে ‘ভার্চুয়াল’ বৈঠকে সীমান্ত এলাকায় জমি-জট কাটানোর নির্দেশ দেন। তার পরেই সীমান্তে গিয়ে বৈঠক, সমীক্ষা শুরু হয়। জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় সীমান্তের দিকে গ্রামের জমির দর কাঠা প্রতি ৩৫-৪০ হাজার টাকা। বিএসএফ সূত্রের দাবি, যেখানে বাসিন্দারা জমি দিতে আপত্তি করবেন, সেখানে জমির ক্ষতিপূরণ তিন থেকে পাঁচ গুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

কাঁটাতারের বেড়া নিয়ে বিতর্কের রেশ রয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়াতেও। অভিযোগ, সেখানে উন্মুক্ত সীমান্তের ও পারে নজরমিনার তৈরি করে ভারতের দিকে সীমান্তে কোনও নির্মাণ বা কাঁটাতারের বেড়া বসানোর প্রস্তুতি হচ্ছে কি না খেয়াল রাখছে বিজিবি। সম্প্রতি কোচবিহারের মেখলিগঞ্জে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গারপোতা সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আপত্তি করে তারা। এই আবহে সোমবার থেকে কোচবিহারের তল্লিগুড়িতে বিএসএফের গোপালপুর রেঞ্জ ক্যাম্পাসে জওয়ানদের অস্ত্রের দক্ষতা যাচাই চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement