উদ্ধার চিতাবাঘের দেহ।
আবার দুর্ঘটনায় চিতাবাঘের মৃত্যু ডুয়ার্সে। বুধবার বীরপাড়ার তুলসীপাড়া চা-বাগানের কাছে লঙ্কাপাড়ার রাস্তায় একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন্যপ্রাণীটিকে উদ্ধার করেন বন দফতরের বীরপাড়ার স্কোয়াডকর্মীরা। সূত্রের খবর, চিতাবাঘটি পূর্ণ বয়স্ক।
স্কোয়াডের রেঞ্জার ধনঞ্জয় রায় জানান, সম্ভবত দুর্ঘটনায় মারা গিয়েছে চিতাবাঘটি। মাথায় চোট রয়েছে। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার চিতাবাঘের দেহের ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ বীরপাড়া থানায় চিতাবাঘের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করেছে বন দফতর।
প্রসঙ্গত, গত জুলাইতেও বাগডোগরায় এশিয়ান হাইওয়ে থেকে উদ্ধার হয়েছিল একটি চিতাবাঘের রক্তাক্ত দেহ। বনকর্মীদের অনুমান ছিল, রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় সেটির মৃত্যু হয়েছে। এপ্রিলেও এই ভাবেই গাড়ির ধাক্কায় একটি কমবয়সি চিতাবাঘের মৃত্যু হয়েছিল ডুয়ার্সে।