প্রতীকী ছবি।
দলের কর্মসূচি কেমন হচ্ছে, তাতে কারা যোগ দিচ্ছেন, এমন নানা তথ্যের রেকর্ড রাখতে ই-বুক করছে কোচবিহার জেলা বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা কমিটির পাশাপাশি কোচবিহারের ৪২টি সাংগঠনিক মণ্ডল কমিটির জন্য পৃথক পৃথক ই-বুক করা হচ্ছে। ইতিমধ্যে ওই কাজ অনেকটা এগিয়েছে। বিজেপির কোচবিহার জেলায় দলের তরফে ই-বুক-এর কাজের দায়িত্বে থাকা সঞ্জয় চক্রবর্তী বলেন, “দলের সমস্ত কর্মসূচির দলিল তৈরির ভাবনা থেকেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়েছে। এতে ভবিষ্যতে দলের নতুন কর্মী, সমর্থকেরাও সহজে নানা বিষয় জানার সুযোগ পাবেন। নেতৃত্ব থেকে আগ্রহীরাও কোন বুথে দলের কেমন কর্মসূচি হচ্ছে, সে সব কিছু দেখে নিতে পারবেন।”
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের রাজ্য কমিটির একটি ওয়েবসাইটের মাধ্যমে ওই ই-বুক সংযোগ থাকবে। দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্তরা স্থানীয় নেতাদের ওই কাজে সহযোগিতা করবেন। মণ্ডল ভিত্তিক ই-বুকে সংশ্লিষ্ট এলাকার বুথস্তরের সাংগঠনিক কর্মসূচি, মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো, মিছিল, মিটিং, সভার মতো সমস্ত বিষয়ের ছবি, ভিডিয়ো ক্লিপিংস তুলে রাখা হবে।
দলের এক নেতার দাবি, এতে কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া কেউ দলের কর্মসূচি এড়ানোর ঝুঁকি নেবেন না। সে ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এ সব নিয়েও দলের মধ্যে আলোচনা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে সাংগঠনিক ভিত মজবুত করতে গৃহসম্পর্ক অভিযান কর্মসূচি, সদস্যপদ অভিযানেও বাড়তি জোর দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে এলাকা ধরে ধরে অন্তত দু’জন করে নেতা, কর্মীকে গৃহসম্পর্ক অভিযানে যোগ দেওয়ার ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। দলের এক নেতার কথায়,আগামী এক মাসে দেড় লক্ষাধিক বাড়িতে যাওয়াও কর্মসূচি নেওয়া হয়েছে।