অস্ত্র-সহ বিজেপি নেতা ধৃত

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি নেতাকে গ্রেফতার করল শামুকতলা থানার পুলিশ। আমির হোসেন নামে ওই নেতার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৮
Share:

উদ্ধার হওয়া মোবাইল, অস্ত্র।

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি নেতাকে গ্রেফতার করল শামুকতলা থানার পুলিশ। আমির হোসেন নামে ওই নেতার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ৷ তৃণমূলের অভিযোগ, এই আগ্নেয়াস্ত্র দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল এই নেতা। বিজেপির অবশ্য গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র দেখছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেরডাবরির ভাষারডাবরির বাসিন্দা আমির এক সময় সিপিএমের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু গত বিধানসভা নির্বাচনের পরে তিনি বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে এলাকায় তিনি দলের প্রভাবশালী নেতাও হয়ে ওঠেন। দলের ২০ নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পান।

কিন্তু তাঁর হাতে আগ্নেয়াস্ত্র এলো কী করে? পুলিশের গাড়িতে ওঠার সময় আমির দাবি করেন, “গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকায় খুবই চাপে ছিলাম। সে জন্যই কোচবিহারের পুণ্ডিবাড়িতে থাকা এক বন্ধুর থেকে এটা নিয়েছিলাম। নিজের নিরাপত্তার জন্য মাঝে মধ্যে তা সঙ্গে রাখতাম৷ কিন্তু কখনও ব্যবহার করিনি।’’ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাতেও শূন্যে গুলি ছুড়েছেন। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। আমির দুই অভিযোগই অস্বীকার করেছেন। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার দাবি, “দলের ভাল কার্যকর্তা হওয়ার জন্য মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে ধরা হয়েছে।’’ জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, “ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement