অনশন মঞ্চে ভাইফোঁটা। নিজস্ব চিত্র।
অনশন মঞ্চে বসেই ভাইফোঁটা নিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা। কয়েক দফা দাবি নিয়ে দীর্ঘ ১ মাসের উপর জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাই আন্দোলনকারীদের বোনেরা সকাল সকাল আন্দোলন মঞ্চে এসে ভাইদের ফোঁটা দিয়ে গেলেন।
বেতন বৃদ্ধি ও স্থায়ী করার দাবিতে ৩৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ক্যাজুয়াল কর্মীরা। আন্দোলনে সামিল হয়েছেন জেলার বিভিন্ন কলেজের ১০৬ জন অস্থায়ী কর্মী। আন্দোলনকরীরা জানিয়েছেন, রাজ্য সরকার যত দিন না পর্যন্ত তাঁদের দাবি মানবে অনশন মঞ্চ ছাড়বেন না। তাই সোমবার অনশন মঞ্চে বসেই ভাইফোঁটা নিলেন তাঁরা।
জলপাইগুড়ি জেলা কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি সংগঠনের সভাপতি উত্তম সোম জানিয়েছেন, সকলের বোনেরা সোমবার ফোঁটা দেওয়ার জন্য সব উপাচার নিয়ে অনশন মঞ্চে চলে আসেন। রীতি মেনে ভাইফোঁটা দিয়েছে তাঁরা।
দীর্ঘ আন্দোলনে ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারীর জানিয়েছেন, শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের দাবি মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তা এখনও পূরণ হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য চলছে তাঁদের এই অনশন আন্দোলন চলবে।